COVID-19 Variants: নয়া দুই স্টেনের কারণে ফের সংক্রমণ চিনে, বিশ্বজুড়ে ছড়াচ্ছে আতঙ্ক

ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7) ও বিএ.৫.১.৭ (BA.5.1.7) নামে ওই দুই নতুন স্ট্রেনের কারণে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা বিশ্বজুড়ে।

প্রতীকী ছবি

বেজিং: পুরো পৃথিবীজুড়ে যখন করোনা ভাইরাসের (COVID-19) প্রকোপ কমেছে বলে দাবি করা হচ্ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) তরফে। ঠিক সেই সময়ে করোনা ভাইরাসের নয়া দুই স্টেনের (New COVID-19 Variants) কারণে ফের লকডাউনের পথে হাঁটতে হল চিনকে। ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট (Omicron subvariant) বিএফ.৭ (BF.7)  ও বিএ.৫.১.৭ (BA.5.1.7) নামে ওই দুই নতুন স্ট্রেনের কারণে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা বিশ্বজুড়ে। বিশেষজ্ঞরাও এই স্টেনগুলিকে খুবই সংক্রামক (Highly Infectious) বলে দাবি করায় চিন্তা আরও বাড়ছে সাধারণ মানুষের।

চিনের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিএফ.৭ ওরফে বিএ ২.৭৫.২ নামে স্ট্রেনটি কোভিড ওমিক্রন ভ্যারিয়েন্ট বিএ ৫.২.১-এর সাব লাইনেজ। গত ৪ অক্টোবর চিনের ইয়ানতাই (Yantai) এবং শাওগুয়ান (Shaoguan) শহরে এই স্ট্রেনটি দেখা যায়। গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী, চিনের মেনল্যান্ড এলাকায় প্রথম এই সংক্রামক স্ট্রেনের খবর পাওয়া যায়। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই ভ্যারিয়েন্টটিকে খুবই সংক্রামক বলে সতর্ক করা হয়েছে।

বিভিন্ন প্রদেশের স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে চিনের সরকার। এর জন্য প্রয়োজন অনুসারে চিনের বিভিন্ন এলাকায়  ইতিমধ্যেই লকডাউনও করা হয়েছে। মানুষের যাতায়াতের উপরে বিধিনিষেধ জারি হয়েছে। সোমবারই সাংহাইয়ের (Shanghai) তিনটি জেলায় ইন্টারনেট ক্যাফের (Internet cafes) মতো বিনোদনের জায়গাগুলিও সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।