বৈদ্যবাটিতে মৃত নাবালিকার বাড়িতে যেতে বাধা NCPCR-এর প্রধানকে, দেখুন ভিডিয়ো
বৈদ্যবাটিতে রহস্যজনক ভাবে মৃত নাবালিকার বাড়িতে যাওয়ার সময় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুনগোকে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
বৈদ্যবাটি: বৈদ্যবাটিতে (Baidyabati) রহস্যজনক ভাবে মৃত নাবালিকার বাড়িতে যাওয়ার সময় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (NCPCR) প্রধান প্রিয়াঙ্ক কানুনগোকে (Priyank Kanoongo) বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তাঁকে ও সঙ্গে যাওয়া বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের রাস্তা আটকে বিক্ষোভ দেখায় একদল মানুষ। দেখানো হয় কালো পতাকাও। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে হুগলি জেলায়।
এপ্রসঙ্গে প্রিয়াঙ্ক কানুনগো বলেন, 'এই সরকার যখন কমিশনকেই নিরাপত্তা দিতে পারে না তখন শিশুদের নিরাপত্তা দিতে তারা কতটা ব্যর্থ তা আমরা অনুমান করতে পারি। একটি শিশু খুন হয়েছে। সেখানে শাসকদলের গুন্ডারা আমাদের রাস্তা আটকে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছে। তবে আমরাও ওই পরিবারের সঙ্গে দেখা না করে যাব না।'
গত দশমীর দিন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ওই নাবালিকা। পরে তার মৃতদেহ উদ্ধার হয় একটি পুকুর থেকে। এরপরই তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন মেয়েটির পরিবার ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। কিন্তু, পুলিশ প্রথমে তাঁদের শুনতে চায়নি বলে অভিযোগ ওঠে। পরে অবশ্য এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাজ্য সরকারের উপর ভরসা না দেখিয়ে সিবিআই-কে দিয়ে ঘটনাটির তদন্ত করার দাবি জানায় মেয়েটির পরিবার। আজ তাদের সঙ্গে দেখা করতে এসেছেন প্রিয়াঙ্ক কানুনগো।