Sunita Williams: পৃথিবীতে কবে ফিরতে পারবেন সুনীতা ইউলিয়ামস, ক্রমশ শুকিয়ে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুদ মহাকাশচারী, উদ্বেগ
সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) ছবি দেখে চিন্তা বাড়ল। নাসা (NASA) থেকে সম্প্রতি সুনীতা উইলিয়ামসের ছবি প্রকাশ করা হয়। যেখানে খ্রিস্টমাসের পোশাক পরতে দেখা যায় ভারতীয় বংশোদ্ভুদ মহাকাশচারীকে। তবে সুনীতা উইলিয়ামসের শারীরিক অবস্থা দেখে অনেকেই চিন্তা প্রকাশ করেন। দিন দিন রোগা হয়ে শুকিয়ে যাচ্ছেন সুনীতা। ফলে শিগগিরই যাতে সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গীকে উদ্ধার করা হয়, সে বিষয়ে আর্জি জানাতে শুরু করেন অনেকে। গত ৬ মাস ধরে পৃথিবীতে ফেরার চেষ্টা করছেন সুনীতা উইলিয়ামস এবং ডন পেরিট। তবে তাঁদের ফেরানো যাচ্ছে না। ২০২৫ সালে সুনীতা এবং ডন পেরিটকে ফেরানো যাবে বলে আশাবাদী নাসা। সুনীতা উইলিয়ামস এবং ডন পেরিটকে যাতে সুস্থ অবস্থায় মহাকাশ থেকে ফেরানো যায়, সেই চেষ্টা অবিরত চালিয়ে যাচ্ছে নাসা। সুনীতা এবং তাঁর সঙ্গী হাসি মুখে থাকলেও, এবার যাতে তাঁদের পৃথিবীতে ফেরানো হয়, সেই আবেদন জানাতে শুরু করেন নেটিজেনরা। সুনীতা এবং ডন পেরিটের স্বাস্থ্যের অবস্থা ভাল না। তাই যত শিগগিরই সম্ভব তাঁদের পৃথিবীতে ফেরানো হোক বলে মত প্রকাশ করেন প্রত্যেকে।
দেখুন নাসার তরফে সুনীতা উইলিয়ামসের কোন ছবি শেয়ার করা হল...