IPL Auction 2025 Live

Narendra Modi: 'যুব সমাজ নেশায় ডুবছে', প্রধানমন্ত্রীর আগমনে আশার আলো দেখা কাশ্মীরি যুবক বাঁধলেন মোদীর জন্য গান

ইমরান এক সপ্তাহ সময় নিয়ে এই গান তৈরি করেছেন প্রধানমন্ত্রী জন্য়। প্রধানমন্ত্রী কাশ্মীরে এসেছেন নতুন আশা নিয়ে। কাশ্মীরে চাকরি নেই, ভাল হাসপাতালের অভাব, যুব সমাজ নেশায় ডুবে যাচ্ছে। এই সব সমস্যার সমাধান এবার হবে বলে আশা প্রকাশ করেন কাশ্মীরি যুবক।

Kashmiri Youth, PM Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৭ মার্চ: বিহার থেকে বৃহস্পতিবার কাশ্মীর (Kashmir) উপত্যকায় হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উপত্যকায় হাজির হওয়া প্রধানমন্ত্রীর সম্মানে গান বাঁধলেন কাশ্মীরি যুবক ইমরান আজিজ। প্রধানমন্ত্রীর সম্মানে গান বেঁধে ইমরান আজিজ বলেন, 'বেশ কিছুদিন ধরে শুনছিলাম যে প্রধানমন্ত্রী কাশ্মীরে আসছেন। আমি প্রধানমন্ত্রীর ভক্ত। তাই প্রধানমন্ত্রীর জন্যই এই গান বেঁধেছি, এই গান গেয়েছি' বলে জানান ইমরান আজিজ।

আরও পড়ুন: Narendra Modi: 'মোদীর দেহের প্রত্যেক অঙ্গ তাঁর পরিবারের জন্য উৎসর্গ', বারাসতে বললেন প্রধানমন্ত্রী

শুনুন ইমরান আজিজের গান...

 

ইমরান এক সপ্তাহ সময়  নিয়ে এই গান তৈরি করেছেন প্রধানমন্ত্রী জন্য়। প্রধানমন্ত্রী কাশ্মীরে এসেছেন নতুন আশা নিয়ে। কাশ্মীরে চাকরি নেই, ভাল হাসপাতালের অভাব, যুব সমাজ নেশায় ডুবে যাচ্ছে। এই সব সমস্যার সমাধান এবার হবে বলে আশা প্রকাশ করেন কাশ্মীরি যুবক। ঈশ্বর চাইলে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর অবস্যই সাক্ষাৎ হবে বলে আশা প্রকাশ করেন ইমরান। পাশাপাশি নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন, তিনি একজন বিশ্বনেতা বলেও মন্তব্য করেন ইমরান আজিজ।