Narendra Modi in Chhattisgarh: রাজ্যে রেলের বিকাশের জন্যে ৬০০০ কোটি টাকা বরাদ্দ বিজেপির, ভোটমুখী ছত্তিশগড়ে জনসমাবেশে মোদীর ভাষণ
ভরা মঞ্চে কংগ্রেসের সঙ্গে তুলনা টেনে মোদী বললেন, কংগ্রেস জামানায় রেলের জন্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু এই বছর বিজেপি ছত্তিশগড়ে রেলের বিস্তারের জন্যে ৬০০০ কোটি টাকা দিয়েছে।
সামনেই ছত্তিশগড়ের (Chhattisgarh) বিধানসভা নির্বাচন। আর বছর পেরতেই লোকসভা নির্বাচন। দিন কয়েক আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছত্তিসগড়ে প্রচার সেরে গিয়েছেন। আজ শনিবার বিলাসপুরের (Bilaspur) 'পরিবর্তন মহা সংকল্প সমাবেশে' উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভরা মঞ্চে কংগ্রেসের (Congress) সঙ্গে তুলনা টেনে মোদী বললেন, কংগ্রেস জামানায় রেলের জন্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু এই বছর বিজেপি ছত্তিশগড়ে রেলের বিস্তারের জন্যে ৬০০০ কোটি টাকা দিয়েছে'। এরপরেই মোদীর মুখে শোনা গেল 'মোদী মডেলের' গুণগান। বললেন, 'এটাই ছত্তিশগড়ের প্রতি মোদীর ভালবাসা। এটাই ছত্তিশগড়ের প্রতি মোদীর উন্নয়নের প্রতিশ্রুতি'।
আরও পড়ুনঃ বাড়ি থেকে উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলার রক্তাক্ত দেহ, নিখোঁজ মদ্যপ স্বামী
শুনুন কী বললেন মোদী...
ভোটমুখী ছত্তিশগড়ে রেলের বিকাশ পরিকল্পনা ঘিরে প্রধানমন্ত্রীর (Modi) আরও সংযোজন, 'আমরা যত তাড়াতাড়ি সম্ভব রেলপথগুলিকে বৈদ্যুতিক করার চেষ্টা করছি। আমাদের পরিকল্পনা এখানে দ্রুত গতির ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করা। তাতে আপনাদের সকলেরই সুবিধা হবে। মনে রাখবেন বাজপেয়ী সরকার ছত্তিশগড়ে আধুনিক বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) চালু করেছে'।