NDA Parliamentary Party Meeting: এনডিএ শরিকদের সর্বসম্মতিতে সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন মোদী, সাংবিধানকে নতমস্তক প্রণাম

বিজেপি, এনডিএ-র পাশাপাশি তিনবারের জন্যে সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পরেই দেশের সংবিধানের সামনে নতমস্তক প্রণাম জানালেন নরেন্দ্র মোদী।

Narendra Modi (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ৭ জুনঃ চব্বিশের লোকসভা নির্বাচনে ৪০০ পারের লক্ষ্য অধরা রয়ে গেল নরেন্দ্র মোদীর (Narendra Modi)। ২৯২টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে তৃতীয়বারের মত সরকার গঠন করতে এসেছে এনডিএ জোট। পাঁচ বছরের পূর্ণ মেয়াদ পরপর দুবার সম্পূর্ণ করে টানা তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী হবেন নমো। যা বিগত ছয় দশকে প্রথম। তবে চব্বিশের লোকসভা নরেন্দ্র মোদীর 'পরমাত্মার দূত'এর দর্প চূর্ণ করে বুঝিয়ে দিয়েছে, গণতন্ত্রে গণদেবতাই পরমাত্মা। তাই তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নয় বরং জোট শরিকদের নিয়ে কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিজেপি (BJP)। আজ শুক্রবার দিল্লির সংসদ ভবনে নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে বসেছে এনডিএ জোট (NDA)। এই বৈঠকেই নরেন্দ্র মোদীকে (Narendra Modi) সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা তথা তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে। বক্তব্য রাখতে উঠে অন্ধ্রপ্রদেশের এনডিএ শরিক টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu) এবং বিহারের জেডি(ইউ)-এর নীতিশ কুমার (Nitish Kumar), উত্তরপ্রদেশের আপনা দলের প্রধান অনুপ্রিয়া প্যাটেল সহ সকল জোট শরিকদের পূর্ণ সমর্থনে সংসদীয় দলের নেতা নির্বাচিত হন নরেন্দ্র মোদী (Modi)।

বিজেপি, এনডিএ-র পাশাপাশি তিনবারের জন্যে সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পরেই দেশের সংবিধানের সামনে নতমস্তক প্রণাম জানালেন নরেন্দ্র মোদী। মালা পরিয়ে তাঁকে সম্মানিত করলেন শরিকরা।

এরপর এদিন বিকেলেই রাষ্ট্রপতি ভবন যাবেন এনডিএ নেতেরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজেদের সরকার গঠনের দাবি জানাবে জোট। এদিকে দিল্লিতে সরকারকে সমর্থন জানানোর বিনিময়ে আগেই নিজেদের দাবিদাওয়া মোদীক জানিয়ে দিয়েছেন এনডিএ-এর গুরুত্বপূর্ণ দুই শরিক চন্দ্রবাবু নায়ডু এবং নীতিশ কুমার। বৃহস্পতিবারই তাঁর দলের জন্যে চারটি পূর্ণমন্ত্রী এবং একটি প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছেন নীতিশ। অন্যদিকে তিনটি পূর্ণমন্ত্রী এবং দুটি প্রতিমন্ত্রীর পদ চেয়ে রেখেছেন নায়ডু।