প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

থানে, ২৫ জুনঃ এক নাগাড়ে প্রবল বৃষ্টি। টানা কয়েকদিনের বৃষ্টিতে যেন জেরবার মুম্বইবাসী। প্রবল গরম কাটিয়ে দেশের একাধিক রাজ্য ভিজেই চলেছে বৃষ্টিতে। ভারী বৃষ্টির ফলে মহারাষ্ট্রের (Maharashtra) থানে শহরে ঘটে গেল এক দুর্ঘটনা। রেস্তোরাঁর ছাদ ভেঙে গায়ে পড়ে আহত হয়েছেন তিনজন (Thane Restaurant Roof Collapses)।

আরও পড়ুনঃ  উদ্ধার কাজ শেষে স্বাভাবিক হল ট্রেন চলাচল, বাঁকুড়া ফেরাল করমন্ডলের স্মৃতি

কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টির ফলে নানা সমস্যায় পড়তে হচ্ছে মুম্বইবাসীদের। এক হাঁটু জল নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। গাড়ি চলাচলে ব্যাপক ভোগান্তি পোয়াতে হচ্ছে থানে এবং পালঘরের মত জেলাগুলোতে।

শনিবার রাতে প্রবল বৃষ্টির ফলে থানের ঘোদবান্দের রডের এক রেস্তোরাঁর ছাদ ভেঙে পড়ল। ঘটনায় আহত হয়েছেন রেস্তোরাঁয় খেতে আসা ৩ গ্রাহক। থানে পৌর কর্পোরেশনের দুর্যোগ নিয়ন্ত্রণ সেলের প্রধান ইয়াসিন তডভি নিশ্চিত করেছেন সেই সংবাদ। রেস্তোরাঁর ছাদ ভেঙে পড়ে আহত হওয়া ২ মহিলা এবং ১ পুরুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।

প্রবল বৃষ্টির কারণে থানের একাধিক এলাকা প্লাবিত হয়েছে বলে সরকারি সূত্রে খবর। থানে ছাড়াও  পলঘরের ভাসাইয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে স্থানীয়রা।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Mumbai Hoarding Collapse: হোর্ডিং চাপা পড়ে মৃত্যু, ক্ষতিগ্রস্থদের ৫ লক্ষ টাকা করে দেওয়ার আশ্বাস শিন্ডের

Mumbai Accident: ঝড়ে অবৈধ হোর্ডিং ভেঙে ১৪ জনের মৃত্যু

Saif Ali Khan Tattoo: শখ করে বানানো 'করিনা' লেখা ট্যাটু মুছলেন সইফ, তারকা দম্পতির সংসারে চিড় ধরল?

Video: ধুলো ঝড়, বৃষ্টির মাঝে মানারার 'ব্যালকনি ডান্স', ভালবাসা মিললেও, কটাক্ষ ছাড়ল না প্রিয়াঙ্কার চোপড়ার বোনকে, দেখুন

Salman Khan: বাড়ছে অভিযুক্তের সংখ্যা, সলমন খানের বাড়িতে গুলিকাণ্ডে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আরও এক সদস্য

Mumbai Strom: অটোর উপর আছড়ে পড়ল বিশাল গাছ, মুম্বইয়ে তাণ্ডব চালাচ্ছে মরসুমের প্রথম ঝড়-বৃষ্টি

Laila Khan Murder Case: ১৩ বছর পর দোষী সাব্যস্ত অভিনেত্রী লায়লা খান ও তাঁর পরিবারের সদস্যের খুনের ঘটনায় মূল অভিযুক্ত পারভেজ তাক

Gauahar Khan: গওহর খানের ছেলের জন্মদিন পার্টি ঘিরে গণ্ডগোল, ভাঙা হল 'জঙ্গল' থিমে সাজানো প্রবেশদ্বার