Baba Siddique Murder Case: বাবা সিদ্দিকির খুনের ঘটনায় এখনও পলাতক অভিযুক্ত, লুক আউট নোটিশ জারি করল পুলিশ
বাবা সিদ্দিকির খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হলেও অন্যতম অভিযুক্ত শুভম লোনকার এখনও অধরা।
বাবা সিদ্দিকির (Baba Siddique) খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হলেও অন্যতম অভিযুক্ত শুভম লোনকার এখনও অধরা। তাৎপর্যপূর্ণভাবে এই শুভমই সুপারস্টার সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ছিল। কিন্তু প্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে এই শুভমই বাবা সিদ্দিকির ওপরে গুলি চালানোর ঘটনায় ফের পুলিশের হিটলিস্টে উঠে আসে। জানা যাচ্ছে, গত শনিবারের ঘটনার পর থেকেই অধরা সে। তবে তাঁর দাদা প্রবীনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আর সেই দাদাই স্বীকার করে যে সে এবং শুভম দুজনেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। আর এই তথ্য সামনে আসতেই শুভমকে ধরতে লুক আউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশ।
জানা যাচ্ছে, বাবা সিদ্দিকির খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজন সন্দেহভাজনের খোঁজেৈ তল্লাশি চালাচ্ছে পুলিশ। যার মধ্যে শুভম অন্যতম। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তদন্তকারী আধিকারিকদের দাবি, শুটারদের থাকার বন্দোবস্ত ও গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল প্রবীন এবং অস্ত্র সরবরাহ করেছিল শুভম। এমনকী সলমনের বাড়ির সামনে হামলার সময়ও প্রবীন ও শুভম একই দায়িত্ব পালন করেছিল। তবে ঘটনায় প্রমাণের অভাবে তাঁকে ছাড়া পরেই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে বাবা সিদ্দিকির খুনের ছক কষতে শুরু করে প্রবীন ও শুভম।