Tushar Gandhi Detained: ‘ভারত ছাড়ো আন্দোলনের’ ৮১ বছর পর গ্রেফতার মহাত্মা গান্ধীর একমাত্র বংশধর

মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে (Tushar Gandhi) আটক করা হয়েছে। তিনি নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন।

Tushar Gandhi (Photo Credit Twitter)

মুম্বই: মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে (Tushar Gandhi) আটক করা হয়েছে। তিনি নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তিনি ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী উদযাপন করতে গিয়েছিলেন। সেখানে সান্তা ক্রুজ পুলিশ তাঁকে গ্রেফতার করে। তিনি টুইটে লিখেছেন, “আমি ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী উদযাপন করতে বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু সান্তা ক্রুজ থানায় পুলিশ আটক করে …”

দেখুন টুইট 

তুষার গান্ধী আরও জানিয়েছেন, ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকীতে এই প্রথম আমাদের সাথে এমন আচরণ করা হয়েছে। তবে আমরা অবশ্যই আগস্ট ক্রান্তি ময়দানে মিছিল করব। শহীদদের স্মরণ করার দিন এবং আগস্ট ক্রান্তি দিবস অবশ্যই পালিত হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

তুষার গান্ধী কে?

তুষার গান্ধীর পুরো নাম তুষার অরুণ গান্ধী, তাঁর বাবা অরুণ মণিলাল গান্ধী একজন সুপরিচিত সাংবাদিক ছিলেন। তিনি ছিলেন গান্ধীজির পুত্র মণিলাল গান্ধীর নাতি। তুষার গান্ধী পেশায় একজন লেখক। সম্প্রতি তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'-তে যোগ দিয়েছিলেন। তুষার গান্ধী ভাদোদরায় মহাত্মা গান্ধী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।