Mumbai: বচসার জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, সুইমিং পুলে রক্তাক্ত দেহ

রবিবার সকালে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত স্বামী। বাড়ির সুইমিং পুল থেকে ৩২ বছরের মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: Pxhere)

মুম্বই, ৩ এপ্রিলঃ যে কোন সংসারে ছোট বড় বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা নিত্য দিনের বিষয়। কিন্তু বচসার জেরে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন অস্বাভাবিক ঘটনা। নভি মুম্বইয়ে (Navi Mumbai) ৩৬ বছরের ব্যক্তি বচসার জেরে তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন।

আরও পড়ুনঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না মহিলার, পথে দুর্ঘটনায় মৃত্যু

মুম্বই পুলিশ (Mumbai Police) সূত্রে খবর, নভি মুম্বইয়ের সিবিডি বেলাপুর সেক্টর ৪ এ থাকতেন দম্পতি। তাঁদের প্রতিবেশী মারফত পুলিশ জানতে পারেন, হামেশাই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত স্বামী-স্ত্রীর মধ্যে। তাঁরা সুখি দম্পতি ছিলেন না বলেই অনুমান করছেন পুলিশ। শনিবার রাতে দুজনের মধ্যে ঝগড়া চলাকালীন স্ত্রীর শরীরে একের পর এক ছুরির কোপ বসাতে থাকে স্বামী। রাত ৯ টা নাগাদ মারা যান অভিযুক্তের স্ত্রী।

রবিবার সকালে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত স্বামী। বাড়ির সুইমিং পুল থেকে ৩২ বছরের মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।