Mumbai Fire: বহুতলে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৭০ বছরের বৃদ্ধার

৭০ বছরের অগ্নিদগ্ধ বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল নিকটবর্তী হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

মুম্বই, ১৫ ফেব্রুয়ারিঃ আবারও মুম্বইয়ের বহুতলে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক আবাসনবাসী বৃদ্ধার। বুধবার সকালে মুম্বই কুরলা কোহিনূর সিটির একটি আবাসনে আগুন লাগে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে গোটা বহুতল।

আরও পড়ুনঃ দাউদাউ করে জ্বলছে মেট্রো স্টেশনের ছাদ, ধোঁয়ায় ধোঁয়া চারিদিক

খবর দেওয়া হয় মুম্বই পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের চারটি ইঞ্জিন। ধোঁয়ায় ধোঁয়া গোটা আবাসন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আবাসনের চতুর্থ মালা থেকে দশম মালা অবধি আগুন ছড়িয়ে পড়েছিল।

আরও পড়ুনঃ মুম্বইয়ের বস্তিতে বিধ্বংসী আগুন, শ্বাসরোধে মৃত্যু বালকের

আগুনে পুড়ে মৃত্যু হয়েছে আবাসনের এক বৃদ্ধার। আগুন লাগার পর বাকি আবাসনবাসী বেরিয়ে আসতে পারলেও ওই বৃদ্ধা আটকে পড়েন ভিতরে। ৭০ বছরের অগ্নিদগ্ধ বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল নিকটবর্তী হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।