Mumbai: স্যানিটারি প্যাড, অন্তর্বাস থেকে ১১.৪০ কেজির সোনা উদ্ধার! মুম্বই বিমানবন্দর থেকে দুই যাত্রীকে গ্রেফতার করল কাস্টমসের আধিকারিকরা

ভোটের আবহে কয়েক কোটি টাকার সোনা উদ্ধার করল ভারতীয় কাস্টমস বিভাগ। জানা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরের (Mumbai Airport) দুই যাত্রীর ব্যাগ থেকে কমপক্ষে ১১.৪০ কেজি সোনা উদ্ধার করা হয়। সোনাগুলি স্যানিটারি প্যাড, মহিলাদের অন্তর্বাস, ট্রলি এবং জামাকাপড়ের মধ্যে দিয়ে গুড়ো সোনা, সোনার বিস্কুট এবং সোনার গয়না পাওয়া যায়। কাস্টমস সূত্রের খবর, বাজেয়াপ্ত সোনার বাজারমূল্য ৭.৪৬ কোটি টাকা। তল্লাশি করার সময় অন্তর্বাসের মধ্যে থেকে ২০০০ গ্রামের ২৪ ক্যারেট সোনার গুঁড়ো উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা দুবাই থেকে ভারতে এসেছিলেন।



@endif