Baba Siddiqui Murder Case: বাবা সিদ্দিকির খুনের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত, জারি তল্লাশি অভিযান
বাবা সিদ্দিকির খুনের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ। জানা যাচ্ছে বেলাপুর এলাকা থেকে রবিবার ভগবন্ত সিংকে গ্রেফতার করা হয়েছে।
বাবা সিদ্দিকির খুনের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch)। জানা যাচ্ছে বেলাপুর এলাকা থেকে রবিবার ভগবন্ত সিংকে (Bhagwant Singh) গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে এই ব্যক্তি শুটারদের থাকার জায়গা এবং অস্ত্র সরবরাহ করেছিল। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, রাজস্থান থেকে মুম্বইতে অস্ত্র নিয়ে এসেছিল ভগবন্ত। আপাতত ২৬ অক্টোবর পর্যন্ত তাঁকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। বাবা সিদ্দিকির খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এখনও অধরা বেশ কয়েকজন। তাঁদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ছেলে জিসান সিদ্দিকির অফিসের সামনে গুলি করে খুন করা হয় বাবা সিদ্দিকিকে। একদল দুষ্কৃতি এসে বন্দুক নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তদন্তে নেমে জানা যায় এই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে। এই বিষ্ণোই গ্যাং একাধিকবার বলিউড সুপারস্টার সলমন খানের ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। সম্প্রতি তাঁর গ্যালেক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিও চালায় এই গ্যাংয়ের সদস্যরা। তাঁরাই এবার সলমন ঘনিষ্ঠ এনসিপি নেতাকে খুন করে বলে জানা যাচ্ছে।