IPL Auction 2025 Live

Mumbai: ভুয়ো সেনার পরিচয়ে জালিয়াতি, মুম্বইয়ের চশমা বিক্রেতার অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ টাকা

ফের অনলাইন জালিয়াতি মুম্বইতে। এবার ভুয়ো সেনাজওয়ানের পরিচয়ে চশমা বিক্রেতাকে বোকা বানালো জালিয়াত। গলওয়ান ভ্যালিতে প্রহরারত জওয়ানদের জন্য সেফটি গগলস (Safety Goggles) প্রয়োজন। এই মর্মে অনলাইনে মুম্বইয়ের ওই ব্যবসায়ীর কাছে ৪ হাজার চশমার অর্ডার আসে। তিনি নিজে একটি ই-কমার্স সাইট চালান, সেই সাইটের মাধ্যমেই চশমার ডেলিভারি দিয়েছিলেন। ওই জালিয়াত নিজেকে ভারতীয় সেনার পরিচয়ে সেফটি গগলসের বরাত দেয়, নাম বলেছিল আনন্দ সিং। টেলিফোনের দুই তরফে গগলসের দাম নিয়ে কথাবার্তাও হয়। শেষপর্যন্ত গগলস পিছু ৫৫ টাকা দাম ঠিক হয়।

সাইবার অপরাধ(Photo Credits: IANS)

মুম্বই, ১০ জুলাই: ফের অনলাইন জালিয়াতি মুম্বইতে। এবার ভুয়ো সেনাজওয়ানের পরিচয়ে চশমা বিক্রেতাকে বোকা বানালো জালিয়াত। গলওয়ান ভ্যালিতে প্রহরারত জওয়ানদের জন্য সেফটি গগলস (Safety Goggles) প্রয়োজন। এই মর্মে অনলাইনে মুম্বইয়ের ওই ব্যবসায়ীর কাছে ৪ হাজার চশমার অর্ডার আসে। তিনি নিজে একটি ই-কমার্স সাইট চালান, সেই সাইটের মাধ্যমেই চশমার ডেলিভারি দিয়েছিলেন। ওই জালিয়াত নিজেকে ভারতীয় সেনার পরিচয়ে সেফটি গগলসের বরাত দেয়, নাম বলেছিল আনন্দ সিং। টেলিফোনের দুই তরফে গগলসের দাম নিয়ে কথাবার্তাও হয়। শেষপর্যন্ত গগলস পিছু ৫৫ টাকা দাম ঠিক হয়। আরও পড়ুন- COVID-19 Cases In India: একদিনে সর্বাধিক সংক্রমণ ২৫,৫০৬; ভারতে করোনা আক্রান্ত ৮ লাখ ছুঁই ছুঁই

পুলিশ জানিয়েছে, দাম নির্ধারণ হওয়ার পর চার হাজার গগলস বান্দ্রাকুর্লা কমপ্লেক্সের বিদেশ ভবনে ডেলিভারি দিতে বলেছিল আনন্দ সিং। এরপর পেমেন্টের জন্য ওই ব্যবসায়ীকে তাঁর ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণ পাঠাতে বলে জালিয়াত আনন্দ সিং। এবং একটা কিউআর কোডে ক্লিক করতেও বলা হয় যাতে পেমেন্ট সম্পূর্ণ হয়। ভুয়ো সেনাজওয়ানের কথামতোই কাজ করেছিলেন ওই ব্যবসায়ী। প্রায় সঙ্গে সঙ্গেই দুটো লেনদেনে তাঁর অ্যাকাউন্ট থেকে ৬০ হাজার টাকা ডেবিট হয়ে যায়। এখানেই শেষ নয়, ওই ব্যবসায়ীকে বোকা বানিয়ে আরও ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় জালিয়াত। বলে, বরাবরের জন্য সেনার স্থায়ী ইকুইপমেন্ট সরবরাহকারী হতে চাইলে তাঁকে এই টাকা পে করতে হবে। যখন ব্যবসায়ী বুঝলেন তিনি ঠকেছেন, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তবে যাইহোক না কেন, ইতিমধ্যেই পুলিশকে গোটা বিষয়টি জানালে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে খুঁজছে পুলিশ।