Mumbai Balcony Collapse: দাঁড়িয়ে থাকাকালীন আচমকাই ভেঙে পড়ল বাড়ির ব্যালকনি, গুরুতর আহত ব্যক্তি

মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ থানের সমতা নগর এলাকায় হঠাৎই ভেঙে পড়ে বাড়ির ব্যালকনির একাংশ। সেই সময়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। ব্যালকনি ভেঙে নিচে পড়ায় গুরুতর চোট পান তিনি।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

থানে, ২৭ জুনঃ বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে থাকাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একাংশ (Mumbai Balcony Collapse)। গুরুতর চোট পেলেন ওই ব্যক্তি। মুম্বইয়ের (Mumbai) থানে অঞ্চলে আবারও ধ্বসে পড়ল বাড়ি। টানা কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টির (Heavy Rainfall) জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক জেলায়। ফলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ থানের সমতা নগর এলাকায় হঠাৎই ভেঙে পড়ে বাড়ির ব্যালকনির একাংশ। সেই সময়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। ব্যালকনি ভেঙে নিচে পড়ায় গুরুতর চোট পান তিনি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। খবর দেওয়া হয় মহারাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনা দলকে।

আরও পড়ুনঃ কপ্টার বিভ্রাটে হাঁটুতে চোট পেলেন মুখ্যমন্ত্রী, কলকাতায় এসেই মমতা গেলেন পিজিতে

এক আধিকারিক জানান, ব্যালকনির একাংশ ভেঙে যাওয়ার পরে যে অংশটা জুড়ে ছিল সেটার অবস্থা খুবই সূচনীয় ছিল। যেকোনো মুহূর্তে তা ভেঙে পড়ে অন্য কেউ আহত হতে পারেন। তাই ব্যালকনির বাকি অংশটাও ভেঙে দেওয়ার ব্যবস্থা করেন তাঁরা।