Mumbai: স্কুলের সুইমিং পুলে তলিয়ে গেল ছাত্র, পড়ুয়ার মৃত্যুরহস্য তদন্তে পুলিশ

একটি বেসরকারি স্কুলের সুইমিং পুলে তলিয়ে গিয়ে মৃত্যু হল ১৪ বছরের পড়ুয়ার। সুইমিং পুল থেকে উদ্ধার করে ছাত্রকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

মুম্বই, ২৪ জনঃ স্কুলের সুইমিং পুলে তলিয়ে গেল ছাত্র। মুম্বই (Mumbai) পুর্ব গোরেগাঁওয়ের একটি বেসরকারি স্কুলের সুইমিং পুলে তলিয়ে গিয়ে মৃত্যু হল ১৪ বছরের পড়ুয়ার। সুইমিং পুল থেকে উদ্ধার করে ছাত্রকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু  ততক্ষণে সব শেষ। পড়ুয়াকে দেখা মাত্রই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুনঃ  মুম্বই-পুনে জাতীয় সড়কে দুর্ঘটনা, গাড়ির সঙ্গে টেম্পোর ধাক্কায় বলি ১

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম শার্দূল সঞ্জয় আরলকর। বয়স ১৪। পুর্ব গোরেগাঁওয়ের দিনদোসি পুলিশ স্টেশন এলাকার এক বেসরকারি স্কুলে পড়ত ওই ছাত্র। স্কুলের সুইমিং পুলে ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা। পড়ুয়ার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

দিন কয়েক আগেই মুম্বইয়ের আক্সা বিচে তলিয়ে যাচ্ছিলেন বহু মানুষ। বিচের লাইফ গার্ডের সহায়তায় প্রাণে বেঁচেছেন তাঁরা। গত ১৮ জুন সন্ধ্যাবেলা বিচে স্নান করার সময়ে ১৯ জন পর্যটক তলিয়ে যাচ্ছিলেন সমুদ্রে। কোনরকমে ১০ জনকে উদ্ধার করে তাঁদের প্রাণ বাঁচিয়েছেন লাইফ গার্ড। বাকি ৯ জন নিজেরাই সাঁতরে জীবন রক্ষা করেছেন।