Mukesh Ambani: ২০ কোটি টাকা না দিলে গুলি করে খুন, হুমকি ইমেল মুকেশ আম্বানিকে

হুমকি ই-মেলে লেখা ছিল, “২০ কোটি টাকা না দিলে আপনাকে খুন করা হবে। আমাদের কাছে দেশের সেরা শুটার রয়েছে।”

Mukesh Ambani (Photo Credits: Wikipedia)

মুম্বই, ২৮ অক্টোবরঃ ফের খুনের হুমকি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানিকে (Mukesh Ambani)। ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির থেকে ২০ কোটি টাকার দাবি। সেই অর্থ না দিলে ইমেল মারফত হত্যার হুমকি পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২৭ অক্টোবর ইমেল পাঠিয়ে ২০ কোটি টাকার বিনিময়ে মুকেশকে খুনের হুমকি দেওয়া হয়েছে। হুমকি ই-মেলে লেখা ছিল, “২০ কোটি টাকা না দিলে আপনাকে খুন করা হবে। আমাদের কাছে দেশের সেরা শুটার রয়েছে।”

এরপরেই আম্বানির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ জানান। দণ্ডবিধির অধীনে ৩৮৭ এবং ৫০৬ (২) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ২৭ অক্টোবর শাদাব খান নামের এক ব্যক্তির কাছ থেকে এই হুমকি ইমেল এসেছিল। এই হুমকির নেপথ্যে কোনও বড়সড় গ্যাং রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে রিলায়েন্স কর্ণধারকে হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। গত বছরই  মুকেশ আম্বানিকে হুমকি দেওয়ার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল।  বাড়ি ‘অ্যান্টিলিয়া' বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। বাড়ানো হয়েছিল আম্বানির বাড়ির নিরাপত্তাও। শেষমেশ বিহার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এবার ২০ কোটি টাকা দাবি করে হুমকি ই-মেল পেলেন আম্বানি।

 



@endif