Massachusetts Mosquito Virus: মশা ছড়াচ্ছে বিপজ্জনক ভাইরাস, EEE ভাইরাসের নেই কোনও ভ্যাকসিন ও চিকিৎসা

বিরল ভাইরাসটি ঘোড়া থেকে মানুষের মধ্যে মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হলে প্রায় ৩০% মানুষ মারা যায়।

প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লি: গত কয়েক সপ্তাহ ধরে আফ্রিকার দেশগুলোতে Mpox ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন আমেরিকায় বিপজ্জনক EEE ভাইরাস ছড়িয়ে পড়েছে, এই ভাইরাসের কারণে মানুষের  মৃত্যুও হতে পারে। বিরল ভাইরাসটি ঘোড়া থেকে মানুষের মধ্যে মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হলে প্রায় ৩০% মানুষ মারা যায়। সম্প্রতি, নিউইয়র্কের হাডসন ভ্যালিতে এই বিরল ভাইরাস ছড়িয়ে পড়েছে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের কিছু এলাকায় ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস (EEE) ভাইরাসের কেস দেখা গিয়েছে। ম্যাসাচুসেটসের একজন বয়স্ক ব্যক্তি সম্প্রতি এই বিরল ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং অরেঞ্জ কাউন্টির একটি ঘোড়াও এই ভাইরাসের কারণে মারা গিয়েছে। EEE ভাইরাস মূলত ঘোড়াকে সংক্রামিত করে তারপর মশার মাধ্যমে এটি মানুষের শরীরে পৌঁছায়। ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস বা EEE ভাইরাসের জন্য এখনও কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি এবং এই রোগের কোনও চিকিৎসাও নেই  বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।