Mobile Blast In Pocket: পকেটে রাখা দামী মোবাইলটি থেকে ধোঁয়া তারপরেই আচমকা বিস্ফোরণ, আহত শিল্পপতি
পকেটে রাখা মোবাইলটি গরম হতে শুরু করে। কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন পকেট থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে ফোনটি বের করে হাতে নিতে জোর শব্দ করে ফেটে দু টুকরো হয়ে গেল ফোনটি।
আলিগড়, ১৪ অগাস্টঃ পকেটের মধ্যে ফোন আমরা প্রত্যেকেই কমবেশি রেখে থাকি। কিন্তু পকেটে রাখা সেই ফোন যদি আচমকা গরম হয়ে ধোঁয়া ছাড়া শুরু করে আর তার পরেই অঘটন, বিস্ফোরণ (Mobile Phone Blast)। অনেকেই ধারণা দামী সংস্থার মোবাইলের ক্ষেত্রে হয়তো এই সাংঘাতিক ঘটনা ঘটে না বা ঝুঁকি কম। কিন্তু সেই ভাবনাই এবার ভুল প্রমাণিত হল। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) আলিগড় নিবাসী এক ব্যবসায়ীয়ের হাতে ফোন বিস্ফোরণ ঘটে (Mobile Blast In Pocket)। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।
নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা পুলিশকে জানিয়ে আহত প্রেম রাজ সিং (৪৭) নামে ওই শিল্পপতি জানান, তিনি বছর ধরে দামী সংস্থার ওই মোবাইল ফোনটি ব্যবহার করছেন তিনি। এদিন হঠাৎই পকেটে রাখা মোবাইলটি গরম হতে শুরু করে। কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন পকেট থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে ফোনটি বের করে হাতে নিতে জোর শব্দ করে ফেটে দু টুকরো হয়ে গেল ফোনটি। ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বিস্ফোরণে হাতের আঙুল এবং উরুতে চোট পেয়েছেন প্রেম রাজ।
পুলিশকে তিনি আরও বলেন, 'ওই সংস্থা থেকে আমার সমস্ত ভরসা উঠে গিয়েছে। দুর্ঘটনায় কোন গুরুতর চোট লাগেনি সেটা আমার সৌভাগ্য'। মোবাইল ফোন সংস্থাটির তরফে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন আহত প্রেম রাজ। এক পুলিশ আধিকারিক এই প্রসঙ্গে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পরে পদক্ষেপ নেওয়া হবে।