Mizoram: মিজোরামে পাথরের খনি ধসের ঘটনায় উদ্ধার আটটি মৃতদেহ, উদ্ধারের কাজে ঘটনাস্থলে এনডিআরএফ দল
সোমবার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করছেন জেলা আধিকারিকরা। স্থানীয় বিএসএফ জওয়ান ও অসম রাইফেলসের কর্মীরাও হাত লাগিয়েছেন উদ্ধারের কাজে।
মিজোরাম: সোমবার (14.11.2022) দুপুর তিনটে নাগাদ মিজোরামের(Mizoram)হানথিয়াল জেলার মাউদার এলাকার একটি পাথরের খনিতে আচমকা ধস নামে। এর ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান সেখানে কর্মরত ১৫-২০ জন শ্রমিক। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করছেন জেলা আধিকারিকরা। স্থানীয় বিএসএফ (BSF) জওয়ান ও অসম রাইফেলসের (Assam Rifles) কর্মীরাও হাত লাগিয়েছেন উদ্ধারের কাজে।
মঙ্গলবার সকালে এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে আরও ৪ জনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।