Meerut Fire: মোবাইলে চার্জ দিতে গিয়ে শর্ট সার্কিট, বাড়িতে আগুন লেগে মৃত্যু ৪ ভাই-বোনের
পুলিশ সূত্রে খবর, রাতে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময়ে কোনভাবে শর্ট সার্কিট হয়ে বাড়িতে আগুন লেগে যায়।
মিরাট, ২৪ মার্চঃ বাড়িতে আগুন লেগে জ্যান্ত পুড়ে মৃত্যু হল চার ভাই বোনের। আহত হয়েছেন বাবা-মা। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মিরাটে মর্মান্তিক পরিণতি পরিবারের। শনিবার গভীর রাতে পল্লবপুরমের জনতা কলোনি এলাকার ওই বাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার কারণ হিসাবে শর্ট সার্কিটকে চিহ্নিত করছে পুলিশ।
আরও পড়ুনঃ সিলিন্ডার ফেটে ব্যাপক বিস্ফোরণ, ঘুমের মধ্যেই জ্যান্ত পুড়ে মৃত্যু গোটা পরিবারের
মাঝ রাতে পাশের বাড়িতে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়ায় প্রতিবেশীদের মধ্যে। দ্রুত তাঁরা খবর দেন পুলিশ। ঘটনাস্থলে দমকল বাহিনী নিয়ে পৌঁছয় পুলিশ। ততক্ষণে বাড়ির আগুন ভয়াবহ চেহারা নিয়েছে। শুরু হয় আগুন নেভানোর কাজ। পরিবারের ছয় সদস্যকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দম্পতির চার সন্তানেরই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। নিঃসন্তান হয়ে জনি (৪১) এবং বিবিতার (৩৭) চিকিৎসা চলছে দিল্লি এইম হাসপাতালে। জনি এখন বিপদ মুক্ত হলেও ববিতার অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসক।
জ্বলছে বাড়ি...
পুলিশ সূত্রে খবর, রাতে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময়ে কোনভাবে শর্ট সার্কিট হয়ে বাড়িতে আগুন লেগে যায়। দম্পতির চার খুদে সন্তান সাকিরা (১০), নীহারিকা (৮), সংস্কার (৬), কালু (৪) কাউকেই প্রাণে বাঁচানো যায়নি। ঘটনার বিশদ তদন্ত করছে পুলিশ।