Chhattisgarh: দু'দিনের অভিযানে খতম ৩৮ জন ক্যাডার, ৪ অক্টোবরের এনকাউন্টারে মৃতের সংখ্যা নিশ্চিত করল মাওবাদী
গত ৪ অক্টোবরের ছত্তিসগড়ের জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ বাহিনী। আর এই অভিযানে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
গত ৪ অক্টোবরের ছত্তিসগড়ের জঙ্গলে মাওবাদীদের (Maoist) বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ বাহিনী। আর এই অভিযানে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। প্রথমদিকে প্রশাসনের পক্ষ থেকে এই ৩১ জনের মৃত্যু নিশ্চিত করা হলেও শুক্রবার সেই সংখ্যা বেড়ে করা হয়েছে ৩৮। জানা যাচ্ছে মাওবাদীদের পক্ষ থেকেই অতিরিক্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পূর্ব বস্তারের মাওবাদী সংগঠনের পক্ষ থেকে চিঠি প্রকাশ করে অতিরিক্ত ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। জানা যাচ্ছে, ওই হামলার পর বেশ কয়েকজন আহত হয়েছিল। তাঁদের মধ্যেই এই সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে।
বিগত ২৪ বছরে এই একটি অভিযানেই সবথেকে বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ছত্তিসগড় পুলিশ প্রশাসন। এই ৩৮ জন মাওবাদীর মাথার ওপর মোট ২.৬২ কোটি টাকা পুরস্কার ধার্য ছিল বলে জানা গিয়েছে। মৃত ৩১ জন মাওবাদীর থেকে উদ্ধার হয়েছিল একাধিক অত্যাধুনিক অস্ত্র, বোমা সহ একাধিক সরঞ্জাম।