Manipur Violence: অশান্ত মণিপুর, সাহায্যের প্রস্তাব আমেরিকার

মণিপুরের সমস্যা ভারতের নিজস্ব বিষয়, এটা সত্যি। তবে সাহায্যের প্রয়োজন হলে, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি বলে জানা গারসেটি। পাশপাশি মণিপুরে যাতে শিগগিরই শান্তি প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে আশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

US ambassador Eric Garcetti (Photo Credit: ANI)

দিল্লি, ৭ জুলাই: মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের (india)  মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, মণিপুরে যা হচ্ছে, তার জেরে উদ্বেগ বাড়ছে। এটি মানুষকে নিয়ে উদ্বেগের বিষয়। মণিপুরে যখন হিংসার জেরে কোনও শিশুর মৃত্যু হচ্ছে,  সে বিষয়ে ভাবতে গেলে যে শুধুমাত্র ভারতীয় হতে হবে, এমন ভাবার কোনও কারণ নেই। ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলির অনেক উন্নতি হয়েছে। তা সত্ত্বেও মণিপুরের পরিস্থিতিতে যদি কোনও সাহায়্যের প্রয়োজন হয়, তাহলে তার জন্য আমেরিকা সব সময় প্রস্তুত বলে জানান গারসেটি। মণিপুরের সমস্যা ভারতের নিজস্ব বিষয়, এটা সত্যি। তবে সাহায্যের প্রয়োজন হলে, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি বলে জানা গারসেটি। পাশপাশি মণিপুরে যাতে শিগগিরই শান্তি প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে আশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

গত ৩ মে উত্তপ্ত হতে শুরু করে মণিপুর। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যে অশান্ত হয়ে ওঠে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে।