IPL Auction 2025 Live

Manipur Violence: শনিবার অগ্নিগর্ভ ইম্ফল, জ্বালানো হল ১৫টি ঘরবাড়ি, গুলিবিদ্ধ ১

জ্বালিয়ে দেওয়া হয় ১৫টি ঘরবাড়ি। অশান্তির মাঝেই গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। জটলা কাটাতে ভিড়ের উদ্দেশে ছোড়া হয় একের পর এক কাঁদানে গ্যাস। শেষমেশ কেন্দ্রীয় বাহিনীর প্রচেষ্টায় সহিংসতা নিয়ন্ত্রণে আসে।

Manipur (Photo Credits: ANI)

ইম্ফল, ৬ অগাস্টঃ শনিবার সন্ধ্যেতেও জ্বলল মনিপুর (Manipur Violence)। উত্তপ্ত মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সে রাজ্যে বহাল রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তা সত্ত্বেও অশান্তি অব্যাহত। পশ্চিম ইম্ফলে শনিবার সন্ধ্যায় আবার অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়। লাঙ্গল গেম গ্রামে জ্বালিয়ে দেওয়া হয় ১৫টি ঘরবাড়ি।

অশান্তির মাঝেই গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনী। জটলা কাটাতে ভিড়ের উদ্দেশে ছোড়া হয় একের পর এক কাঁদানে গ্যাস। শেষমেশ কেন্দ্রীয় বাহিনীর প্রচেষ্টায় সহিংসতা নিয়ন্ত্রণে আসে। অশান্তির মাঝে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে রিজিওনাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। এক পুলিশ আধিকারিক আহত ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে জানান, ক্ষত থেকে গুলি করা হয়েছে। বছর ৪৫ এর আহত আপাতত বিপদমুক্ত। পশ্চিম ইম্ফলের অগ্নিগর্ভ পরিস্থিতি রবিবার সকালে গিয়ে পুরোপুরি শান্ত হয়েছে।

শনিবার মণিপুর পশ্চিম ইম্ফল জেলার চেকনেও অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে। বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। সেই আগুনে পুড়ে যায় আশেপাশের ৩টি বাড়িও। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌছয় দমকল বাহিনী। মণিপুরের ২৭টি বিধানসভা কেন্দ্রের সমন্বয়কারী কমিটির ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটের মাঝেই শনিবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পশ্চিম ইম্ফলের পরিস্থিতি। ছড়িয়ে পড়ে সহিংসতা। যার ফলে ইম্ফল উপত্যকায় স্বাভাবিক জীবন যাপন আবারও ব্যহত হয়। বিগত ৩ মাস ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। কুকি এবং মেইতেই দুই সম্প্রদায়ের সাম্প্রদায়িক বিভেদ নিয়ে মুখে কলুপ কেন্দ্রের। প্রধানমন্ত্রীর থেকে মণিপুর প্রসঙ্গে বিবৃতি দাবি করে সংসদে অনাস্থা প্রস্তাব এনেছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। আগামি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা দিন নির্ধারণ করেছে লোকসভার স্পিকার ওম বিড়লা।