Karnataka Shocker: স্ত্রী ডিভোর্স দিতে না চাওয়ায় ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি, গ্রেফতার স্বামী

ডিভোর্স না দিলে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি স্বামীর।

Representational Image (Photo Credit: File Photo)

কর্ণাটক: ডিভোর্স (Divorce) না দিলে ব্যক্তিগত ভিডিও (Private Video)  ভাইরাল করে দেওয়ার হুমকি স্বামীর। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটরকের (Karnataka) বেলগাভিতে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম কিরণ পাতিল, তিনি বেলগাভি শহরের বাসিন্দা। পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্ত তাঁর বান্ধবীকে বিয়ে করার জন্য তাঁর স্ত্রীর কাছে ডিভোর্স চান, কিন্তু স্ত্রী ডিভোর্স দিতে রাজি না হওয়ায় তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। স্ত্রী তাঁকে বোঝানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন।  অভিযুক্ত বিবাহ বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হন, এবং স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেইল শুরু করেন। আরও পড়ুন: Masturbating In Running Train: চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর মুখে হস্তমৈথুন, গ্রেফতার মহারাষ্ট্রের সাংলির বাসিন্দা

ভুক্তভোগী মহিলা বাদী হয়ে জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্ত করে তাঁর মোবাইলে ওই মহিলার ব্যক্তিগত ভিডিও ও ছবি খুঁজে পাওয়া যায়। এরপর অভিযুক্ত স্বামী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে, সেখানে সে সুস্থ হয়ে উঠলে বুধবার রাতে তাঁকে হিন্দলগা জেলে পাঠানো হয়েছে।