Bihar: প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা, পুলিশ দেখে গুলি চালাল দুই ব্যক্তি, গ্রেফতার অভিযুক্তরা

প্রতিবেশীদের সঙ্গে বচসা, সেখান থেকে হাতাহাতি। ঘটনাস্থলে পুলিশ আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ঘটনাস্থলে চলল গুলি।

প্রতিবেশীদের সঙ্গে বচসা, সেখান থেকে হাতাহাতি। ঘটনাস্থলে পুলিশ আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ঘটনাস্থলে চলল গুলি। অবশেষে গ্রেফতার দুই অভিযুক্ত। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা (Nalanda) জেলার রাহুই এলাকায়। এই ঘটনায় বীরবল সাহু এবং তাঁর ছেলে শিব শঙ্কর কুমারকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে, পুলিশ দেখে বাবা ও ছেলে বন্দুক দেখিয়ে শূন্যে গুলি ছুড়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে পরিকল্পনা মাফিক অস্ত্র সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই ঘটনায় পুলিশের কোনও কর্মী আহত হয়নি বলেই খবর।

পুলিশ জানিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ প্রতিবেশী সন্তোষ কুমার ও তাঁর মা সুশীলা দেবীর সঙ্গে বচসা লাগে। অভিযোগ, সন্তোষ কুমার ও তাঁর মায়ের ওপর এদিন হামলা চালিয়েছে বীরবল ও শিব শঙ্কর। এই ঘটনায় আহত হয়েছে সুশীলা দেবী। তাঁকে অবশ্য হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।