Manipur: আরও অশান্ত মিণিপুর, গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে গুলি ছোড়া হয়...

মণিপুরে ফের হিংসা (ছবিঃPTI)

মণিপুর: অশান্ত মণিপুরের জিরিবাম (Manipur's Jiribam) জেলায় নিরাপত্তা বাহিনী ও জনতার মধ্যে সংঘর্ষে একজন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ইম্ফলের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আথৌবা নামে এক যুবক রবিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ২১ বছর বয়সী ওই যুবককে কে গুলি করেছে তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে গুলি ছোড়া হয়।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, যখন বিক্ষোভকারীদের একটি দল জিরিবাম থানার অন্তর্গত বাবুপাড়া এলাকায় জিনিষপত্র ভাংচুর করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। এদিকে জিরিবামে নারী ও শিশুদের অপহরণ ও হত্যার পর উত্তেজনা অব্যাহত রয়েছে। রোববারও জনপ্রতিনিধিদের বাসভবন ও অফিসে জনতার হামলা চালায়।



@endif