Pune Shocker: বাথরুমে স্নানরত মহিলাকে দেখতে উঁকি, পুনের হাসপাতালে শোরগোল

ছেলের হাতের অস্ত্রোপচার করতে এসে শ্লীলতাহানির শিকার এক মহিলা। এই ঘটনায় হাসপাতালের হাউসকিপিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে অপ্রীতিকর ঘটনাটি ঘটে পুনের একটি হাসপাতালের (Pune Hospital) বিশেষ রুমে।

Representational Image. (Photo Credits: Pixabay)

পুনে, ৭ জুন:  ছেলের হাতের অস্ত্রোপচার করতে এসে শ্লীলতাহানির শিকার এক মহিলা।  এই ঘটনায় হাসপাতালের  হাউসকিপিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে অপ্রীতিকর ঘটনাটি ঘটে  পুনের একটি হাসপাতালের (Pune Hospital) বিশেষ রুমে, যখন সেই ঘরের বাথরুমে বছর ৪২-এর ওই মহিলা স্নান করতে গিয়েছিলেন।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে বিছানার চাদর বদল করার অছিলায় মহিলার ঘরে ঢুকেছিল অভিযুক্ত। এরপর মহিলা যে বাথরুমে স্নান করছেন, ঠিক তার পাশের বাথরুমের উপরে উঠে সেখানে উঁকি দেয় অভিযুক্ত। হাউসকিপারকে এভাবে উঁকি দিতে দেখেই বাথরুম থেকে বেরিয়ে আসেন ওই মহিলা। উঁকি দেওয়ার কারণ জিজ্ঞাসা করতেই অভিযুক্ত মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। এরপরেই নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে অভিযুক্ত খাদকির বাসিন্দা। তাকে ধরতে গেলেই সে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালায়। নির্যাতিতা নিজে একজন চিকিৎসাকর্মী।  ছেলের হাত ভেঙে যাওয়ার কারণেই কাঁকে এই হাসপাতালে আসতে হয়েছিল। অভিযুক্তকে খুঁজছে পুলিশ।