Gurugram Shocker: জোর করে স্ত্রী অদলবদলের পার্টিতে নিয়ে যাওয়ার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা রুজু
জোর করে স্ত্রী অদলবদলের পার্টিতে (Wife-Swapping Party) নিয়ে যাওয়ার অভিযোগ। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।
মুজাফ্ফরনগর, ৬ জুলাই: জোর করে স্ত্রী অদলবদলের পার্টিতে (Wife-Swapping Party) নিয়ে যাওয়ার অভিযোগ। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ওই গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামী দিল্লিতে স্ত্রী অদলবদলের পার্টিতে জোর করে নিয়ে গিয়েছিল। এবং সেখানে দেওরের সঙ্গে শারীরিক তাঁকে সম্পর্ক স্থাপনেও বাধ্য করা হয়েছিল। আদালতের নির্দেশে গৃহবধূর স্বামী ও দেওরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আরও পড়ুন-Shabaash Mithu: ক্রিকেটার মিতালি রাজের নাম ভূমিকায় কতটা সফল তাপসী পান্নু? দেখুন ভিডিও
মুজাফ্ফরনগর আদালতে নির্যাতিতা জানান, তাঁর স্বামী একজন ব্যবসায়ী। গত বছর ২১ জুন তাঁদের বিয়ে হয়েছে। এই ব্যক্তি তাঁর দ্বিতীয় স্বামী। বিয়ের পর তাঁরা গুরুগ্রামে শিফট করে যান।এরপর থেকে বিভিন্ন সময়ে এই ধরনের পার্টিতে নিয়ে যাওয়ার জন্য তাঁকে জোর করা হত।
তিন বলেন, “যদি আমি স্ত্রী অদলবদলের পার্টিতে যেতে রাজি না হতাম, তাহলে আমার স্বামী মারধর করত, যৌন হেনস্তাও বাদ ছিল না। গত ২৪ এপ্রিল ধৈর্য্যের বাঁধ ভাঙে, পুলিশের কাছে যাওয়ার চেস্টা করি। তবে পথেই স্বামীর পোষা গুন্ডারা আমায় আটকে দেয়। এসব অত্যাচারের খবর প্রকাশ্যে আনলে খুন করা হবে, এই হুমকিও দেয়।”
এর পরেই নিউ মান্ডল থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩০৭, ৩২৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে।