Madhya Pradesh Sexual Assault: মধ্যপ্রদেশে দিবালোকে ফুটপাতে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার যুবক

ঘটনার ভিডিও সামনে আসার পর পুলিশ তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জ্বয়িনীতে ঘটা একটি জঘন্য ঘটনা সামনে এসেছে, যা সবাইকে হতবাক করে দিয়েছে। প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তি রাস্তায় এক মহিলাকে ধর্ষণ করেছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা রাস্তায় পড়ে আছেন, আর একজন অভিযুক্তকে রাস্তায় তাঁর সঙ্গে ব্যভিচার করে যাচ্ছে। ঘটনার ভিডিও সামনে আসার পর পুলিশ তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানা এলাকার কাছে কয়লা ফাটক এলাকায়, পেট্রোল পাম্পের কাছে ফুটপাথে এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে তথ্য দিয়ে কোতোয়ালি থানার এক পুলিশ আধিকারিক বলেন, 'ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত ব্যক্তি। তাঁকে মদ খাইয়ে ধর্ষণ করা হয়েছে।'



@endif