Odisha Shocker: প্রেমিকার বাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ মৃতের পরিবারের

ওড়িশার শিসুপালগড় এলাকায় প্রেমিকার বাড়ি থেকে ৩০ বছর বয়সী যুবকের মৃতদেহ উদ্ধার।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ওড়িশা: প্রেমিকার বাড়িতে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার যুবকের। মঙ্গলবার ওড়িশার (Odisha) শিসুপালগড় এলাকায় প্রেমিকার বাড়ি থেকে ৩০ বছর বয়সী যুবকের মৃতদেহ উদ্ধার। দেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

সূত্রে খবর, পেশায় পাইপ মেকানিক পুপুন গত কয়েক বছর ধরে খুরদার এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পুপুনের পরিবারের সদস্যরা ওই মহিলা ও তাঁর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ধৌলি থানার পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। আরও পড়ুন: Thailand : থাইল্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, মৃত ১৪ যাত্রী



@endif