Delhi: প্রেমদিবসে প্রেমিকাকে বিয়ে করতে চুরি করল যুবক!
প্রেম বড় বালাই, প্রেমের জন্য সবকিছু করা যায় এমনকী, চুরিও। প্রমাণ করেদিলেন দিল্লির যুবক মহম্মদ জায়েদ(২০)। তাঁর মাস মাইনে মাত্র ৮ হাজার টাকা। এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসের (Valentine's Day) দিনে প্রেমিকাকে বিয়ে করতে হবে, কথা হয়ে গেছে।
নতুন দিল্লি, ২১ জানুয়ারি: প্রেম বড় বালাই, প্রেমের জন্য সবকিছু করা যায় এমনকী, চুরিও। প্রমাণ করেদিলেন দিল্লির যুবক মহম্মদ জায়েদ(২০)। তাঁর মাস মাইনে মাত্র ৮ হাজার টাকা। এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসের (Valentine's Day) দিনে প্রেমিকাকে বিয়ে করতে হবে, কথা হয়ে গেছে। আট হাজার টাকা বেতনে একজনের কোনওরকমে চলে গেলেও দু'জনের সংসার চলবে না। তাই এই অতি অল্প সময়ে টাকা জোগাড় করতে চুরির পথ বেছে নিয়েছেন তিনি। আরও পড়ুন-Babul Supriyo is in Bengali Mega Serial: ১৪ বছর পরে ফের নায়ক, এবার মেগা ধারাবাহিকে বাবুল সুপ্রিয়; নায়িকা কে জানেন?
পুলিশ জানিয়েছে ফাহিমউদ্দিন নামের এক ভদ্রলোক চুরির অভিযোগ দায়ের করেন। তাঁর স্ত্রী কোনও কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে ফাঁকা বাড়িতে চুরি হয়ে যায়। পরে স্ত্রী বাড়ি ফিরে দেখেন নগদ তিন লাখ টাকা যে খানে ছিল, সেখানে এক পয়সাও পড়ে নেই। সঙ্গে সঙ্গে স্বামীকে জানান তিনি। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। তাকে গ্রেপ্তারও করা হয়। গ্রেপ্তারির পর ধৃত জায়েদ জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি তাঁকে প্রেমিকাকে বিয়ে করতে হবে। এই অল্প সময়ে টাকা জোগাড়ের জন্য় চুরির পথকেই বেছে নিয়েছিলেন তিনি। অপরাধ মূলক ধারাবাহিক দেখতে পছন্দ করে জায়েদ। সেই ধারাবাহিক থেকেই অনুপ্রাণীত হয়ে চুরি করেছেন। এপর ধৃতের কাছ থেকে চুরি যাওয়া তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।