Unique Strategy: আর্থিক সংকট, সম্পর্কে বিচ্ছেদ, ব্রিজ থেকে ঝাঁপ দিতে চাওয়া ব্যক্তিকে চাকরি ও বিরিয়ানির প্যাকেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নামাল পুলিশ
আত্মহত্যার চেষ্টায় ব্রিজ থেকে লাফ দিতে যাওয়া এক ব্যক্তিকে চাকরি ও বিরিয়ানির প্যাকেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্রিজ থেকে নামালেন কলকাতা পুলিশ।
কলকাতা: আত্মহত্যার চেষ্টায় ব্রিজ থেকে লাফ দিতে যাওয়া এক ব্যক্তিকে চাকরি ও বিরিয়ানির প্যাকেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্রিজ থেকে নামালেন কলকাতা পুলিশ (Kolkata Cops)। সোমবার বিকেলে পার্কসার্কাসের ৪ নম্বর ব্রিজে ঘটনাটি ঘটে। মাঝবয়সি ব্যক্তিটি ব্রিজের লোহার কাঠামোয় উঠে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনায় প্রায় আধা ঘন্টা এলাকার যানবাহন চলাচল ব্যাহত হয় ।
সূত্রে খবর, বছর চল্লিশের ব্যক্তিটি টাইলসের ব্যবসা করতেন। সম্প্রতি আর্থিক সঙ্কটে পড়েন। পাশাপাশি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। আরও পড়ুন: Ayodhya Ram Temple: রামলালা দর্শনে হাজির কয়েক লক্ষ মানুষ, মন্দিরের সামনে অসুস্থ ব্যক্তি
দেখুন
পুলিশ সূত্রে খবর, ‘ঘটনার সময় ওই ব্যক্তি মেয়েকে নিয়ে বাইকে করে সায়েন্সসিটির দিকে যাচ্ছিলেন। ব্রিজের কাছে বাইক থামিয়ে তিনি মেয়েকে বলেন, আমার মোবাইলটা পড়ে গিয়েছে। খুঁজে আনছি। এরপর তিনি ব্রিজের লোহার পিলার বেয়ে ব্রিজের একবারে মাথা চড়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন।’ পুলিশ আধিকারিকারা ওই ব্যক্তির মেয়ের সঙ্গে কথা বলে তাঁর পরিস্থি বুঝে সেইমতো তাঁকে বোঝানর চেষ্টা করছিলেন, অবশেষে চাকরি ও বিরিয়ানির প্যাকেট দেওয়ার প্রস্তাব দেওয়ার পরে তিনি নেমে আসতে রাজি হন।