Rat Drowned To Death: ইঁদুরকে ডুবিয়ে 'খুন', যুবকের বিরুদ্ধে চার্জশিট
ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছিল মৃত ইঁদুরের দেহ। রিপোর্টে স্পষ্ট ছিল যে, ডুবেই মৃত্যু হয়েছিল ইঁদুরটির।
বাদাউন, ১১ এপ্রিলঃ ইঁদুরকে ডুবিয়ে মারার অভিযোগে কারুর জেল হতে শুনেছেন কখনও? নিশ্চয়ই শোনেননি। কারণ এমন ঘটনা প্রথম ঘটল উত্তরপ্রদেশের বাদাউনে। যেখানে এক ব্যক্তির জেল হয়েছে ইঁদুরকে নর্দমায় ডুবিয়ে 'খুন' করার অভিযোগে (Rat Drowned To Death)।
২০২২ সালের নভেম্বর মাসে ৩০ বছরের এক যুবক মনোজ কুমারের বিরুদ্ধে ইঁদুরকে নর্দমায় ডুবিয়ে খুনের অভিযোগ তোলেন বিকেন্দ্র শর্মা নামে এক ব্যক্তি। পশুদের বিরুদ্ধে নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনে গ্রেফতার হয়েছিলেন মনোজ।
বিকেন্দ্রর অভিযোগ, নেশার ঘরে একটি ইঁদুরের লেজে পাথর বেঁধে তাকে নর্দমায় ফেলে দেয় মনোজ। নর্দমার ফেলে দেওয়ার আগে ইঁদুরটিকে একবার নর্দমার জলে ডোবাচ্ছিলেন। কিচ্ছুক্ষণ রেখে আবার তুলেচ্ছিলেন। এই কাজ বার বার করায় তার প্রতিবাদ করেন বিকেন্দ্র। কিন্তু তাঁর কথা কানে না তুলে নিজের কাজ চালিয়ে যান মনোজ। শেষমেশ ইঁদুরটির লেজে একটি পাথর বেঁধে নর্দমায় ছুঁড়ে ফেলে দেন মনোজ। এই নিষ্ঠুরতার দৃশ্য সহ্য করতে না পেরে মনোজের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন বিকেন্দ্র। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হয়েছিলেন মনোজ। যদিও আদালত থেকে জামিন পেয়ে গিয়েছিলেন ইঁদুর খুনের অভিযুক্ত।
ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছিল মৃত ইঁদুরের দেহ। রিপোর্টে স্পষ্ট ছিল যে, ডুবেই মৃত্যু হয়েছিল ইঁদুরটির।
তবে পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট, ভিডিয়ো প্রমাণ এবং স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তারা মনোজ কুমারের বিরুদ্ধে চার্জশিট জমা করেছেন। যা শীঘ্রই দাখিল করা হবে আদালতে।