UP Dowry: যৌতুকের ৩ লক্ষ টাকা ও বাইক না মেলায় নববধূকে পিটিয়ে খুন

উত্তরপ্রদেশে যৌতুকের জন্য নববধূকে পিটিয়ে খুন করল স্বামী।

নববধূকে পিটিয়ে খুন (Photo Credit: X)

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে নববধূকে পিটিয়ে খুন করল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে আমরোহায়। পুলিশ সূত্রে খবর, যৌতুকের (Dowry) ৩ লক্ষ টাকা ও একটি অ্যাপাচি বাইক দিতে না পারায় বধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সুন্দর ও মীনার দুই বছর আগে বিয়ে হয়, সুন্দরের পরিবার তখন থেকেই যৌতুকের দাবি করে আসছিল। এ নিয়ে সে মীনাকে উত্ত্যক্ত করত, চলত অত্যাচারও। মীনা অত্যাচার সহ্য করতে না পেরে বেশকিছুদিন ধরে তাঁর বাপের বাড়িতে থাকছিল।

সুন্দর তাঁকে শ্বশুর বাড়িতে নিয়ে আসে তাপর ফের যৌতুক নিয়ে অত্যাচার শুরু করে। মীনার পরিবার যৌতুকের ব্যবস্থা করতে না পারায় লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর চড়াও হয়, সুন্দরকে সাহায্য করে তার পরিবারও। মারধোরের পর মীনাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।