Jammu & Kashmir: বারামুল্লায় হামলা করা জঙ্গিদের হদিশ পেল সেনা বাহিনী, অভিযুক্তদের ধরতে জারি কড়া নজরদারি

বিগত দু'দিন ধরে চলা তল্লাশি অভিযানের পর অবশেষে বারামুল্লায় হামলা করা জঙ্গিদের হদিশ পেলেন সেনা জওয়ান ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী।

Indian Army In Jammu And Kashmir (Photo Credit: ANI/Twitter)

বিগত দু'দিন ধরে চলা তল্লাশি অভিযানের পর অবশেষে বারামুল্লায় (Baramulla) হামলা করা জঙ্গিদের হদিশ পেলেন সেনা জওয়ান ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। অবশেষে শনিবার তাংমার্গ এলাকায় তাঁদের খোদ পাওয়া গেল। জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় কড়া নজরদারির সঙ্গে চিরুনি তল্লাশি করছেন সেনা জওয়ানরা। এমনকী সন্দেহভাজনদের মধ্যে কয়েকজনকে দেখতে পাওয়া গিয়েছে বলেও খবর। পুলিশসূত্রে জানা গিয়েছে, এই সন্দেহভাজনরাই উত্তর কাশ্মীরের বারামুল্লার গুলমার্গে এবং গান্দেরবাল জেলার গগনগীর এলাকায় হামলা চালিয়েছিল বলে মনে করা হচ্ছে।

গত ২৪ অক্টোবর বারামুল্লায় একটি সেনার গাড়িতে হামলা চালিয়ে দুই জওয়ান ও দুই সাধারণ মানুষকে হত্যা করা হয়। তার আগে গত ২০ অক্টোবর গান্দেরবাল জেলায় শ্রীনগর-লেহ জাতীয় সড়কের একটি নির্মীয়মান টানেলের সামনে ৬ পরিযায়ী শ্রমিক ও ১ চিকিৎসককে খুন করেছিল এই আতঙ্কবাদীরা। তারপর থেকেই এই গোষ্ঠীকে ঘরতে তৎপর হয়ে উঠেছে যৌথ বাহিনী।