Maharashtra Shocker: সম্পর্ক ছিন্ন করায় যুবতীকে পুড়িয়ে মারার চেষ্টা প্রাক্তনের

সম্পর্ক ছিন্ন করায় প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টা করল প্রেমিক।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মহারাষ্ট্র:  সম্পর্ক ছিন্ন করায় প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টা করল প্রেমিক। গত মাসে মহারাষ্ট্রের (Maharashtra) এমনই এক চাঞ্চলকর ঘটনা সামনে আসে। থানে জেলায় ২৫বছর বয়সী যুবতীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বুধবার পুলিশ জানিয়েছে, ওই যুবতী গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।এখনও কেউ গ্রেফতার হয়নি।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মূল অভিযুক্ত সুনিজার ভার্মা ভিওয়ান্ডি তালুকের মানকোলি এলাকার বাসিন্দা। সম্প্রতি তাঁর সঙ্গে এই যুবতী সম্পর্ক ছিন্ন করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রেমিক ভার্মা। গত ১৯ অক্টোবর সুনিজার ভার্মা এবং তাঁর সহযোগী রমেশ ভার্মা দুজনে মিলে ওই যুবতীর বাড়িতে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। যুবতীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন: Leopard Video: পাঁচদিন ধরে তল্লাশির পর গুলিতে মৃত চিতাবাঘ, বেঙ্গালুরুর ভিডিয়ো

মঙ্গলবার ভুক্তভোগীর বিবৃতি রেকর্ড করার পর, পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে, ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০৭ (খুনের চেষ্টা), ৪৫২ (আঘাত, হামলা বা অন্যায়ভাবে কারো বাড়িতে প্রবেশ) এবং ৩৪ (অপরাধমূলক কাজ) ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে।



@endif