Maharashtra: হাসপাতালের ২ ডাক্তারের উপর ছুরি দিয়ে হামলা রোগীর, গ্রেফতার

একজন চিকিৎসক হাসপাতালে রাউন্ডে এসেছিলেন সেই সময় ছুরি দিয়ে আচমকা তাঁর উপর আঘাত হানে ওই রোগী। তা দেখে ছুটে আসেন আর এক চিকিৎসক।

প্রতীকী ছবি

বৃহস্পতিবার হাসপাতালের দুজন চিকিৎসককে আচমকা ছুরি দিয়ে আঘাত করে এক রোগী। মহারাষ্ট্রের (Maharashtra) শ্রী বসন্তনায়ের মেডিক্যাল কলেজের এক রোগী সেই হসাপাতালের দুজন চিকিৎসকের উপর হামলা করে ফল কাটার ছুরি দিয়ে।

জানা গিয়েছে, একজন চিকিৎসক হাসপাতালে রাউন্ডে এসেছিলেন সেই সময় ছুরি দিয়ে আচমকা তাঁর উপর আঘাত হানে ওই রোগী। তা দেখে ছুটে আসেন আর এক চিকিৎসক। তাঁকে বাঁচানোর চেষ্টা করে সে। উলটে তাঁর গায়েও ছুরির আঘাত করে রোগী। তাঁদের চিৎকার চেঁচামেচিতে হাসপাতালে লোকজন জড়ো হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ সূত্রে খবর, ওই রোগীর নাম সুরাজ ঠাকুর। মানসিকভাবে অসুস্থ সে। দুদিন আগে সে নিজের উপরেও ছুরি চালিয়েছিল।

বৃহস্পতিবার রাতেই ওই রোগীকে গ্রেফতার করেছে পুলিশ। আরও জানিয়েছে, ‘ওই হাসপাতালে ভর্তি ছিলেন অভিযুক্ত রোগী সুরাজ ঠাকুর। দুদিন আগেই সে নিজের উপর ছুরি চালিয়েছিল। মানসিকভাবে অসুস্থ সে। এদিন চিকিৎসককে রাউন্ডে দেখে তাঁর উপর ফল কাটার ছুরি দিয়ে হামলা করে’।