Maharashtra: ওষুধের অভাবে নয় বরং চিকিৎসায় সাড়া না দিয়ে মৃত্যু, দাবি মহারাষ্ট্রের সরকারি হাসপাতাল ডিনের

ওষুধ বা চিকিৎসক কোন কিছুই অভাব ছিল না হাসপাতালে। যথাযথ যত্ন নেওয়া হয়েছিল রোগীদের। দেওয়া হয়েছিল উপযুক্ত ওষুধ। কিন্তু চিকিৎসায় সাড়া দেয়নি তাঁরা।

Maharashtra (Photo Credits: ANI)

মহারাষ্ট্রের এক সরকারি হাসপাতালে একদিনে ১২ শিশু সহ ২৪ জনের মৃত্যু হয়েছে (Maharashtra Government Hospital Death)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। মৃতদের মধ্যে ৮ জনের বয়স ছিল ৭০-৮০ মধ্যে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, মহারাষ্ট্রের নানদেদের শঙ্করারাও চহ্বাণ সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধের জোগান, এবং যথেষ্ট সংখ্যক চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীর অভাবের কারণে ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালের ২৪টি রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিজেপি শাসিত রাজ্যে শোরগোল ছড়িয়েছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি। কিন্তু সরকারি হাসপাতালের ডিন জানাচ্ছেন, ওষুধের অভাবে নয়, বরং চিকিৎসায় সাড়া না দিয়ে মৃত্যু হয়েছে রোগীদের।

শঙ্করারাও চহ্বাণ সরকারি হাসপাতালে ডিন ডাঃ শ্যামরাও ওয়াকোদে জানিয়েছেন, হাসপাতালে ২৪ ঘণ্টায় ২৪ জন রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রয়েছে ১২ জন শিশু। এই শিশুরা বিভিন্ন রোগে ভুগছিল বলে দাবি করেছেন ডিন। প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭০-৮০ বছর বয়সী ৮ জন মারা গিয়েছেন। তাঁদের ডায়াবেটিস, লিভার ফেইলিওর, কিডনি ফেইলিউরের মতো বিভিন্ন সমস্যা ছিল। তাঁর কথায়, 'রোগীরা সাধারণত গুরুতর অবস্থায় এখানে আসে। ওষুধ বা চিকিৎসক কোন কিছুই অভাব ছিল না হাসপাতালে। যথাযথ যত্ন নেওয়া হয়েছিল রোগীদের। দেওয়া হয়েছিল উপযুক্ত ওষুধ। কিন্তু চিকিৎসায় সাড়া দেয়নি তাঁরা। যার ফলেই মৃত্যু হয়েছে ওই ২৪ রোগীর।



@endif