Maharashtra: বাস্তবেও যেন ‘দৃশ্যম’এর ছায়া, মেয়েকে বিরক্ত করার জেরে যুবককে খুনের অভিযোগ পরিবারের বিরুদ্ধে

মেয়েটির পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন বিকাশের ছোট ভাই আকাশ। তাঁর অভিযোগের ভিত্তিতেই মেয়েটির দাদা এবং জামাইবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। কাকা পলাতক।

প্রতীকী ছবি (Pixabay)

নাসিক, ২৩ ফেব্রুয়ারিঃ বাস্তবের মাটিতে যেন ‘দৃশ্যম’এর (Drishyam) ছায়া। মেয়েকে উত্যক্ত করার জেরে যুবককে খুনের অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। দীর্ঘ দিন থেকেই মেয়েটিকে নানা ভাবে বিরক্ত করছিলেন ওই যুবক। তা জানতে পেরে মেয়েটির দাদা, কাকু এবং জামাইবাবু মিলে খুন করেছেন যুবকটিকে। চাঞ্চল্য মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে।

আরও পড়ুনঃ বাবার অসুস্থায় বিরক্ত হয়ে গলা কেটে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

পুলিশ জানিয়েছেন, মৃত যুবকের নাম বিকাশ। মেয়েটির পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন বিকাশের ছোট ভাই আকাশ। তাঁর অভিযোগের ভিত্তিতেই মেয়েটির দাদা এবং জামাইবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। কাকা পলাতক। খোঁজ চলছে কাকার।

আরও পড়ুনঃ হুমকি দিয়ে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

মৃত যুবকের ভাই পুলিশকে জানায়, বুধবার রাতে তাঁর দাদার সঙ্গে দেখা করতে চায় মেয়েটির দাদা। রাত ১০:৩০ এর দিকে তাঁদের বাড়ির বাইরে দেখা করেন তাঁরা। সেখানে গিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মেয়েটির দাদা বিকাশের কাছে জানতে চান, কেন তাঁর বোনকে সে বিরক্ত করছে। বিয়ে করতে চাইছে, যেখানে তাঁর বোন চাইছে না তাঁকে বিয়ে করতে। দুই পক্ষের বিতর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এরই মাঝে বিকাশের পেটে এবং মাথায় ছুরি দিয়ে আঘাত করেন মেয়েটির দাদা। গুরুতর আহত অবস্থায় বিকাশকে ওখানে ফেলে রেখেই চম্পট দেয় তাঁরা তিন জন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে যুবকের।



@endif