Maharashtra: প্রবল বৃষ্টির মাঝে বজ্রপাত, বাড়ির ছাদে আগুন

বাড়ির ছাদে প্লাস্তিক লাগানো ছিল। আর বজ্রপাতের জেরে ওই প্লাস্টিকে আগুন লেগে যায়। এদিন ভোর ৬টা ৪৫ নাগাদ বাড়ির ছাদে আগুন লাগার ঘটনাটি ঘটে।

প্রতীকী ছবি (Photo Credits: Piabay)

পালঘর, ২৬ নভেম্বরঃ মহারাষ্ট্রের (Maharashtra) থানে (Thane) জেলার এক আবাসনে বৃষ্টিপাতের পরে বজ্রপাতের (Lightning Strike) কারণে আগুন লেগে যায়। আজ রবিবার মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাষ আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মত রবিবার ভোর থেকেই বৃষ্টিতে ভিজতে শুরু করে থানে এবং পার্শ্ববর্তী পালঘর জেলা।

এক আধিকারিক সূত্রে খবর, থানের ভিওয়ান্ডি শহরের কালহের এলাকায় দুর্গেশ পার্কের কাছে অবস্থিত ওই বাড়ির ছাদে প্লাস্তিক লাগানো ছিল। আর বজ্রপাতের জেরে ওই প্লাস্টিকে আগুন লেগে যায়। এদিন ভোর ৬টা ৪৫ নাগাদ বাড়ির ছাদে আগুন লাগার ঘটনাটি ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসিকদের মধ্যে। ঘটনায় কোন আহত কিংবা হতাহতের খব নেই। কেবল বাড়ির ছাদ ক্ষতিগ্রস্থ হয়েছে। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকল ইঞ্জিন এসে আগুন নেভায়।

এদিন পালঘরে বৃষ্টির জেরে রাস্তায় দুর্ঘটনার মুখে পড়ে এক বাইক চালক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের।

হওয়া অফিসের তরফে আজ রবিবার রাজস্থান (Rajasthan), মহারাষ্ট্র (Maharashtra) এবং মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কিছু অংশে বিচ্চিন্ন ভারী বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছিল। আবহাওয়া দফতরের তরফে জারি করে হয়েছে কমলা সতর্কতা।