Maharashtra: নাগপুর-অমরাবতী সড়কে দুর্ঘটনা, কনভয়ে থামিয়ে আহতের সাহায্যে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, দেখুন ভিডুয়ো

দুর্ঘটনাগ্রস্থদের সাহায্যে জন্যে নিজের কনভয়ে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তিনি তাঁর কনভয় থেকেই একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দেন।

Eknath Shinde stops his convoy to help injured person (Photo Credits: ANI)

নাগপুর, ১৮ ডিসেম্বরঃ রবিবার রাতে নাগপুর-অমরাবতী সড়কে (Nagpur-Amravati Road) দুর্ঘটনার মুখে পড়ে একটি ট্রাক। সেই সময়ে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra Chief Minister Eknath Shinde)। দুর্ঘটনাগ্রস্থদের সাহায্যের জন্যে নিজের কনভয়ে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তিনি তাঁর কনভয় থেকেই একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দেন।

আরও পড়ুনঃ পুনে-নাসিক জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা, ট্রাকের নীচে পিষে নিহত পরিবারের ৪

রবিবার সকালেই নাগপুরের একটি বিস্ফোরক তৈরির কারখানায় (Explosives manufacturing company) বিস্ফোরণ (blast) হওয়ার জেরে মৃত্যু হয় ৯ জনের। বিকেলেই সেই ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। তাঁর ফেরার পথেই নাগপুর-অমরাবতী সড়কে গোন্দখাইরি বাস স্ট্যান্ডের কাছে একটি ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষের জেরে দুর্ঘটনা ঘটে। লোকের ভিড় চোখে পড়তেই তৎক্ষণাৎ নিজের কনভয়ে থামিয়ে নেমে আসেন মুখ্যমন্ত্রী।

দেখুন...

ট্রাকের নীচে আটকে পড়া বাইক চালককে উদ্ধার করে তাঁর জন্যে কনভয় থেকেই একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন তিনি। আহত ব্যক্তিকে নাগপুরের সেনগুপ্ত হাসপাতালে ভর্তি করা হয়। নিজে হাসপাতালে নিয়ে আহতের স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী, চিকিৎসকেরা জানিয়েছেন, গিরিশ কেশরাওজি তিদকে নামের ওই ব্যক্তির অবস্থা এখন স্থিতিশীল।