Madurai Express Fire: ট্রেনে অবৈধভাবে সিলিন্ডার বহন, ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু
যাত্রীদের মধ্যে কয়েকজন পোর্টেবল এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ট্রেনের মধ্যে চা বানাচ্ছিলেন। আর সেই সময়েই কোনভাবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
ফের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লখনউ থেকে রামেশ্বরমগামী স্পেশাল ট্রেনের ট্যুরিস্ট কোচে বিধ্বংসী আগুন (Madurai Express Fire )। ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। যদিও রেলের তরফে জানানো হয়েছে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন। শনিবার ভোরে মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ট্যুরিস্ট কোচে আগুন লাগার ঘটনাটি ঘটে। ট্রেনের কামরায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল কর্মীদের তৎপরতায় ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ট্যুরিস্ট কোচ ছাড়া অন্য কোচের কোন ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন পুলিশ আধিকারিক।
জানা গিয়েছে, তিরুপতি-রামেশ্বরম থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসি (IRCTC) এই স্পেশাল ট্যুরিস্ট ট্রেনটি। শনিবার ভরে মাদুরাই (Madurai) স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে ইয়ার্ডে দাঁড় করানো ছিল ট্রেনটি। ভোর ৫টা ১৫ নাগাদ ট্রেনের কামরায় আচমকা আগুন জ্বলে ওঠে। ট্রেনে ছিলেন মোট ৩৬ জন যাত্রী। যাত্রীদের মধ্যে কয়েকজন পোর্টেবল এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ট্রেনের মধ্যে চা বানাচ্ছিলেন। আর সেই সময়েই কোনভাবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে ট্রেনের দুটি কামরা।
রেল আধিকারিক ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ট্রেনের মধ্যে যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন। যার জেরেই এই দুর্ভোগ। আহতদের উদ্ধার করে মাদুরাইয়ের রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।