Madhya Pradesh: পৈশাচিক, নিজের চার দিনের সন্তানকে পা দিয়ে পিষে মারার অভিযোগে গ্রেফতার মা

মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছ চার দিনের সদ্যজাতের মরদেহ। শিশুর ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মেরুদণ্ডে একাধিক আঘাতের হদিস পাওয়া গয়েছে।

Representational image (Photo Credit- ANI)

ভোপাল, ১৫ ফেব্রুয়ারিঃ জন্ম দিয়েই সদ্যজাত সন্তানকে পা দিয়ে পিষে মারল ধর্ষিতা মা। মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ঝাবুয়া জেলার নারকীয় খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

পুলিশ সূত্রে খবর, গত চার দিন আগেই পুত্র সন্তানের জন্ম দেন মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার এক অবিবাহিত তরুণী। গত বছর ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হন তিনি। কিন্তু অবিবাহিত মেয়ে হয়ে সন্তানের জন্ম! পাড়া প্রতবেশি, সমাজের কুৎসা, নিন্দা, কটূক্তি থেকে বাঁচতে নিজের দুধের শিশুকে গলায় পা দিয়ে পিষে মেরে ফেলল মা।

আরও পড়ুনঃ বিয়ের অনুষ্ঠানের মাঝেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণের মামলা তদন্ত করতে যখন শিশুর ডিএনএ নমুনা সংরক্ষণ করতে মেয়েটির বাড়িতে পুলিশ পৌঁছায় তখন পুলিশ জানত পারে নবজাতকে খুন করেছে তাঁর মা এবং পরিবার। শিশুকে পা দিয়ে দলে খুন করে নবজাতের মরদেহ এক নির্জন স্থানে পুঁতে দিয়ে এসেছিলেন তাঁরা।

আরও পড়ুনঃ অ্যাপেলের আশীর্বাদ, ঘড়ির বিশেষ বিশিষ্টের জেরে প্রাণ বাঁচল ৩ দুর্ঘটনাগ্রস্থের

পুলিশ আরও জানায়, মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছ চার দিনের সদ্যজাতের মরদেহ। শিশুর ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মেরুদণ্ডে একাধিক আঘাতের হদিস পাওয়া গয়েছে। সদ্যজাত শিশুর সঙ্গে এমন পৈশাচিক হত্যাকাণ্ডের জন্যে তাঁর মা এবং পরিবারের আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।