Madhya Pradesh Shocker: পণ নিয়ে অশান্তির জের, স্ত্রীর অশ্লীল ভিডিয়ো ভাইরাল করল স্বামী
বিয়ের পর থেকেই পণ নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি করতে থাকে স্বামী। আর সেই গার্হস্থ অশান্তির জেরেই নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল করে স্বামী। হোইয়াটস অ্যাপ স্ট্যাটাস এবং সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত অশ্লীল ভিডিয়ো চোখে পরে পরিবারের লোকজনদের। খবর জানাজানি হতেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী (Madhya Pradesh Shocker)। স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জেরে স্ত্রীকে খুন করল স্বামী
জানা যাচ্ছে, মধ্যপ্রদেশ (Madhya Pradesh) গোয়ালিয়রের (Gwalior) বাসিন্দা ওই মহিলার সঙ্গে ২০১৯ সালে বিবাহ হয় দাতিয়ার (Datia) বাসিন্দা ওই অভিযুক্তের সঙ্গে। বিয়ের পর থেকেই নাকি যৌতুকের জন্যে মহিলার উপর চাপ দিতে থাকে তাঁর স্বামী। যৌতুক দিতে অস্বীকার করায় মানসিক এবং শারীরিক নির্যাতন চালায় স্বামী। বাধ্য হয় ছয় মাস আগে থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন তিনি। কিন্তু সেই অভিযোগ তুলে নিতে জোর করে স্বামী। তাঁদের ব্যক্তিগত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার ছেড়ে দেয়। এখানেই থেকে থাকেনি। হোয়াটস অ্যাপে স্ট্যাটাসে পর্যন্ত দেই সেই সব ব্যক্তিগর মুহূর্তের ভিডিয়ো। পরিবারের লোকজনের নজরে ভিডিয়ো আসতেই মহিলাকে খবর দেয় তারা। এরপর আবার পুলিশের দারস্ত হন মহিলা। ভারতীয় দণ্ডবিধি (Indian Penal Code) এবং আইটি অ্যাক্ট (IT Act) এর অধীনে উপযুক্ত মামলা নথিভুক্ত করা হয়েছে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে।