Madhya Pradesh Shocker: মাত্র ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পড়ুয়ার
মধ্যপ্রদেশ, ১৬ ডিসেম্বরঃ মধ্যপ্রদেশের এক স্কুল পড়ুয়ার হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হল। মাত্র ১২ বছর বয়সে হৃদরোগ প্রাণ কাড়ল ওই পড়ুয়ার। স্কুল বাসে করে বাড়ি ফেরার পথে আচমকা বাসের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয় ওই পড়ুয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হল না। ১২ বছরেই শেষ হল পড়ুয়ার জীবন (12 Year Boy Death by Cardiac Arrest)। যে চিকিৎসকের অধীনে ছাত্রের চিকিৎসা হয়েছে তিনি বলেন, ওই পড়ুয়াই সম্ভবত মধ্যপ্রদেশের (Madhya Pradesh Shocker) সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মুম্বইয়ে বাস চুরির অভিযোগ, অসমের জঙ্গল থেকে ধৃত যুবক
জানা গিয়েছে ওই ছাত্রের নাম মনিষ জাতভ। চতুর্থ শ্রেণীর ছাত্র মনিষ এদিন দুপুরে স্কুলে তাঁর দাদার সঙ্গে টিফিন খেয়েছে। এরপর দুপুরে বাড়ি ফেরার সময় ঘটল দুর্ঘটনা। স্কুল বাসেই হৃদরোগে আক্রান্ত হয় সে। বাস চালক তড়িঘড়ি বাস ঘুরিয়ে নিয়ে যায় নিকটবর্তী হাসপাতালে। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি ১২ বছরের মনিষকে (12 Year Boy Death by Cardiac Arrest)।
হাসপাতালের চিকিৎসক জানান, “বৃহস্পতিবার দুপুরে মনিষকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা ‘সিপিআর’ দিয়ে বাঁচানোর চেষ্টাও করেছি। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। তাঁর উপসর্গ দেখে আমরা হৃদরোগ বলেই অনুমান করছি”। ওই চিকিৎসক আরও জানায়, করোনা ভাইরাসের (Covid 19) পর থেকেই এই ধরণের ঘটনার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। মধ্যপ্রদেশে মনিষকে সর্বকনিষ্ঠ হৃদরোগে আক্রান্ত মৃত ব্যক্তি হিসাবে চিহ্নিত করেছেন চিকিৎসক। তবে ১২ বছরের সন্তানের মৃত দেহে ছুড়ি কাঁচি চালাতে চায়নি পরিবার। তাই ময়নাতদন্তে নাকচ করে দিয়েছে মনিষের পরিবার।