Madhya pradesh: মৃত স্ত্রীয়ের ইচ্ছাপূরণ, সারা জীবনের সঞ্চয় দিয়ে রাধা-কৃষ্ণের মন্দির বানালেন অবসরপ্রাপ্ত স্বামী, মুসলিম কারিগরদের হাতে গড়ে উঠল ভালবাসার প্রতীক
রাজস্থান থেকে মুসলিম কারিগর এনে পাথরের উপর নকশা কেটে তৈরি হয়েছে মন্দির। সাত বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষ মন্দির তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
ভোপাল, ২৪ মেঃ মুমতাজের জন্যে আস্ত তাজমহল গড়ে তুলেছিলেন শাহজাহান। সেই পথেই এবার স্ত্রীর জন্যে রাধাকৃষ্ণের মন্দির গড়লেন এক বৃদ্ধ। সারা জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে মৃত স্ত্রীয়ের স্মৃতি জিইয়ে রাখতে রাধা কৃষ্ণের মন্দির (Radha Krishna Temple) বানালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মধ্যপ্রদেশের (Madhya pradesh) ছতরপুরের ওই স্কুল শিক্ষক তাঁর স্ত্রীয়ের মৃত্যুর পর থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, স্ত্রীর ইচ্ছাপূরণ করতে তিনি রাধা কৃষ্ণের মন্দির বানাবেন। যেমন ভাবনা তেমন কাজ। অবসরের পর সারা জীবনের সঞ্চয় খরচ করে গড়ে তুললেন ওই মন্দির।
ধর্মের সংকীর্ণ বেড়াজাল ভেঙে মধ্যেপ্রদেশে ওই রাধা কৃষ্ণের (Radha Krishna Temple)Love মন্দির গড়ে উঠেছে মুসলিম কারিগরদের হাতে। রাজস্থান থেকে কারিগর এনে পাথরের উপর নকশা কেটে তৈরি হয়েছে মন্দির। সাত বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষ মন্দির তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
ওই বৃদ্ধ স্কুল শিক্ষক জানান, মন্দির স্থাপনের পর সেখানে রাধা কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাধা কৃষ্ণ ছাড়াও সেখানে রয়েছে রাধার দুই সখী ললিতা এবং বিশাখার মূর্তিও। আগামী ২৯ মে মন্দিরটি সমাজের উদ্দেশে উৎসর্গ করা হবে।
২০১৬ সালের নভেম্বরে মারা যান স্কুল শিক্ষক বি পি চানসোরিয়ার স্ত্রী। চিত্রাকোটে একটিও রাধা কৃষ্ণের মন্দির ছিল না বলে স্ত্রী সব সময় দুঃখ করতেন। তাই তাঁর মৃত্যুর পর স্ত্রীয়ের ইচ্ছা পূরণ করলেন স্বামী। দেড় কোটি টাকা ব্যয় করে গড়ে তুললেন সেই মন্দির। আদি অনন্ত কাল থেকে রাধা কৃষ্ণ ভালবাসার প্রতীক। আর সেই ভালোবাসাকে কেন্দ্র করেই স্ত্রীয়ের স্মৃতিতে চানসোরিয়া বানিয়েছেন রাধাকৃষ্ণের ওই মন্দির।