Madhya Pradesh: অ্যাম্বুলেন্স আসতে দেরি, মায়ের কোলেই মৃত্যু দুধের শিশুর

গ্রামীণ হাসপাতাল থেকে জেলা হাসপাতালে একরত্তি সন্তানকে নিয়ে যাওয়ার জন্যে ১০৮ এ ফোন করে অ্যাম্বুলেন্সে খবর দেয় পরিবার। সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু সেই অ্যাম্বুলেন্সের কোন দেখা নেই।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ভোপাল, ২০ এপ্রিলঃ সময়ে এসে পৌঁছল না অ্যাম্বুলেন্স, মায়ের কোলেই মৃত্যু দুধের শিশুর। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দাতিয়া জেলায় ছয় মাসের শিশুর মৃত্যু হল কেবলমাত্র সঠিক সময়ে অ্যাম্বুলেন্স এসে না পৌঁছানোয়। হাসপাতালে পৌঁছাতে না পেরে চিকিৎসার অভাবে মৃত্যু একরত্তির।

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দাতিয়ার বাদেরি গ্রামের বাসিন্দা রেনু জাদভ বৃহস্পতিবার সকালে নিজের ছয় মাসের শিশুকে নিয়ে গ্রামীণ হাসপাতালে যান। নিউমোনিয়ার কিছু লক্ষণ দেখা দিয়েছিল সন্তানের মধ্যে। কিন্তু গ্রামীণ হাসপাতালে প্রাথমিক কিছু চিকিৎসার পর দাতিয়ার জেলা হাসপাতালে শিশুকে নিয়ে যেতে পরামর্শ দেন চিকিৎসকরা। গ্রামীণ হাসপাতাল থেকে জেলা হাসপাতালে একরত্তি সন্তানকে নিয়ে যাওয়ার জন্যে ১০৮ এ ফোন করে অ্যাম্বুলেন্সে খবর দেয় পরিবার।

আরও পড়ুনঃ তালাবন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার চাদরে মোড়া মহিলার মৃতদেহ

সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু সেই অ্যাম্বুলেন্সের কোন দেখা নেই। হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও সেই অ্যাম্বুলেন্সে সন্তানকে চাপাতে পারছে না রেনু। কারণ হাসপাতালের অ্যাম্বুলেন্সের খরচ দেওয়ার মত সামর্থ তাঁদের নেই। ১০৮-এর বিনামূল্যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় তিন ঘণ্টা পড়ে। ততক্ষণে মৃত্যু হয়েছে শিশুর। মায়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ছয় মাসের শিশু।

 



@endif