Madhya Pradesh: পুরুষ হয়ে নারীদের মত সাজগোজের ভিডিয়ো পোস্ট, চরম কটাক্ষ ধেয়ে আসতেই আত্মহত্যা যুবকের
পুরুষ হয়ে নারীদের মত সাজগোজ করে ছবি, ভিডিয়ো শেয়ার করার দরুন নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হত মৃত যুবককে। আর সেই সমস্ত কটূক্তির জেরেই হয়তো আত্মহত্যার মত চরম পদক্ষেপ নিয়েছে সে।
উজ্জয়ীনি, ২৫ নভেম্বরঃ সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরে ভিডিয়ো শেয়ার করে চরম কটাক্ষের শিকার নাবালক যুবক। সমালোচনার জেরে মায়ের ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে পরে সে। মধ্যপ্রদেশ (Madhya Pradesh) উজ্জয়ীনি (Ujjain) জেলার নাগঝিরি গ্রামে দশম শ্রেণির ছেলের আচমকা আত্মহত্যার জেরে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা যাচ্ছে, আত্মহত্যার ঘটনাটি ঘটেছে গত ২১ নভেম্বর। বাড়িতে সেই সময়ে কেউ ছিল না। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে আত্মহত্যা করেছে ওই নাবালক যুবক। পুলিশ সূত্রে খবর, যুবকের মোবাইল ফোন বাজেয়াপ্ত কওরা হয়েছে। তাঁর ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ খতিয়ে দেখার জন্যে ফরেনসিকে পাঠানো হয়েছে। কেন এমন পদক্ষেপ নিল ওই যুবক তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
পুলিশ আরও জানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয় ছিল মৃত পড়ুয়া। সর্বক্ষন নিজের ছবি, ভিডিয়ো পোস্ট করত সে। মেকআপ করা, শাড়ি পরা, নেলপালিশ পরা ইত্যাদি নারীকেন্দ্রীক আচরণের ভিডিয়ো করে শেয়ার করত সে। সোশ্যাল মিডিয়ায় একাধিক অনুরাগী ছিল তার। যুবকের আত্মহত্যার পিছনে কোন মজবুজ কারণের খোঁজ এখনও মেলেনি। ফলে পুলিশের অনুমান, পুরুষ হয়ে নারীদের মত সাজগোজ করে ছবি, ভিডিয়ো শেয়ার করার দরুন নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হত মৃত যুবককে। আর সেই সমস্ত কটূক্তির জেরেই হয়তো আত্মহত্যার মত চরম পদক্ষেপ নিয়েছে সে।
সদ্য দিওয়ালি উপলক্ষ্যেই শাড়ি পরে সাজগোজ করে ভিডিয়ো শেয়ার করেছিল ওই পড়ুয়া। যার কমেন্টে ভুরুভুরি কটূক্তি চোখে পড়েছে পুলিশের। যদিও ঘটনার তদন্ত চলছে বলেই জানাচ্ছে পুলিশ। যুবকের মৃত্যুর সঙ্গে অন্য কোন কারণ জড়িয়ে রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ চালানো হচ্ছে।