Madhya Pradesh: মাঝ নদীতে নেমে সেলফি তুলতে গিয়ে আটকে পড়লেন ২ যুবতি, তারপর কী হল? দেখুন ভিডিয়ো

সেলফি তুলতে গিয়ে বিপদে পড়লেন দুই যুবতি। মাঝ নদীতে নেমে সেলফি তুলতে গিয়ে জলের তোড়ের কারণে আটকে পড়েন তাঁরা। শেষে দমকল ও পুলিশের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) চিন্দাওয়ারার পেঞ্চ নদীতে (Pench River)।

মাঝ নদীতে নেমে সেলফি তুলতে গিয়ে আটকে পড়লেন ২ যুবতি (Photo Credits: Youtube)

চিন্দাওয়ারা, ২৪ জুলাই: সেলফি তুলতে গিয়ে বিপদে পড়লেন দুই যুবতি। মাঝ নদীতে নেমে সেলফি তুলতে গিয়ে জলের তোড়ের কারণে আটকে পড়েন তাঁরা। শেষে দমকল ও পুলিশের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) চিন্দাওয়ারার পেঞ্চ নদীতে (Pench River)।

জানা গেছে, বৃষ্টির কারণে জলস্তর বেড়েছে পেঞ্চ নদীতে। তারপরও দুই যুবতি মাঝ নদীতে নেমে পাথরের উপরে দাঁড়িয়ে সেলফি তুলতে যান। যদিও হঠাৎই জলস্তর বেড়ে গিয়ে বিপদে পড়ে যান তাঁরা। দুই যুবতির সঙ্গে বেড়াতে আসা বাকিরা পুলিশে খবর দেন। পুলিশ ও দমকল ঘটনাস্থানে দিয়ে তাঁদের উদ্ধার করে। আরও পড়ুন: Leopard Attacking The Dangerous Snake: লেপার্ড-অজগরের ভয়ঙ্কর লড়াই, দেখুন হাড়হিম করা ভিডিও

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কয়েকজন যুবতি পাহাড়ি নদী পেঞ্চ দেখতে আসেন। তাঁদের মধ্যে ২ জন নদীতে নেমে সেলফি তুলতে যান। হঠাৎই বৃষ্টির কারণে নদীতে জল বেড়ে যায়। তাঁরা মাঝ নদীতে একটি পাথরের উপরে অন্তত একঘণ্টা দাঁড়িয়ে ছিলেন। আমরা তাঁদের উদ্ধার করেছি।"



@endif